বিউটিশিয়ানকে গণধর্ষণ, আটক ৪ !||rajshahirdorpon24
বিউটিশিয়ানকে গণধর্ষণ, আটক ৪ |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারে এক বিউটি শিয়ানকে গণধর্ষণের অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে তাদেরকে গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।আটককৃতরা হলেন-সুমন মিয়া, বাড়িওয়ালা রুবেল মিয়া, ফিরোজ মিয়া ও নিলুফা। গণধর্ষণের শিকার ওই নারীর বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায়।
পুলিশ জানায়, সাভারের নামা গেন্ডা এলাকায় রুবেল হোসেনের বাড়িতে (২৩) ওই নারী ভাড়া থেকে একটি বিউটি শিয়ানে চাকুরী করতেন। বুধবার রাতে নিজ ভাড়া ঘরে প্রবেশ করে ওই নারীকে হত্যার হুমকি দিয়ে গণধর্ষণ করেন অজ্ঞাত দুই ব্যক্তি। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে আজ শুক্রবার দুপুরে সাভার মডেল থানায় উপস্থিত হয়ে গণধর্ষণের সহয়তার অভিযোগে স্থানীয় বখাটে যুবক সুমন মিয়াকে প্রধান আসামী করে তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই ব্যক্তিকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে গণধর্ষণের সহয়তাকারী সুমন মিয়া, বাড়িওয়ালা রুবেল মিয়া, ফিরোজ মিয়া ও নিলুফাসহ চার জনকে আটক করে।
গণধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। এদিকে আটক চার জনকে সাত দিনের রিমান্ড চেয়ে দুপুরেই আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, গণধর্ষণের ঘটনায় অজ্ঞাত অন্য দুই আসামীকেও আটক করতে প্রক্রিয়া চলছে।
No comments