তানোরে পুকুরের মাটি ইট ভাটায় ||rajshahirdorpon24
তানোরে পুকুরের মাটি ইট ভাটায় |
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তনোরের সীমান্ত সংলগ্ন চৌবাড়িয়া হোসেনপুর গ্রামে নীতিমালা লঙ্ঘন, গ্রামবাসীর বাধা উপেক্ষা এবং চৌবাড়িয়া-বালাতৈড় রাস্তা হুমকিতে ফেলে পুকুরের মাটি ইট ভাটায় বিক্রি করা হচ্ছে। এ ঘটনায় গ্রামবাসির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, ভাঁরশো ইউপির ৫ নম্বর ওয়ার্ডের
হোসেনপুুর গ্রামের আজিজুর রহমান রাস্তার ধারের পুকুরের মাটি বাঁকাপুর ইট ভাটায় বিক্রি করছে। গ্রামবাসী বলছে, এই পুকুর খনন করা হলে চৌবাড়িয়া-বালাতৈড় রাস্তা হুমকির মুখে পড়বে। অথচ নীতিমালায় বলা আছে কৃষি জমিতে পুকুর খনন এবং পুনঃখননের মাটি বাইরে বিক্রি করা যাবে না এমনকি রাস্তার ক্ষতি হবে রাস্তার ধারের এমন পুকুর পুনঃখনন করা যাবে না। কিন্ত্ত প্রশাসনের একশ্রেণীর কর্মকর্তাকে আর্থিক সুবিধা দিয়ে ভেঁকু মালিক শরিফ এসব মাটি ইট ভাটায় বিক্রি করছে।
এবিষয়ে জানতে চাইলে আজিজুর রহমান বলেন, স্থানীয় মেম্বার মোসলেম উদ্দিনের কাছে থেকে অনুমতি নিয়ে তিনি পুকুরের মাটি বাইরে দিচ্ছেন। এবিষয়ে মেম্বার মোসলেম উদ্দিন বলেন, তিনি কোনো অনুমতি দেননি। এবিষয়ে ভেঁকু মালিক বাঁকাপুর গ্রামের শরিফ বলেন, তিনি থানার সঙ্গে কথা বলে মাটি বিক্রি করছেন।
No comments