আশুলিয়ায় ১০৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক!||rajshahirdorpon24
আশুলিয়ায় ১০৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক! |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
আশুলিয়ায় ১০৫ লিটার চোলাই মদসহ মো. আব্দুল লতিফ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর সদস্যরা। শনিবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আশুলিয়ার দুর্গাপুর মণ্ডলপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়
আটক আব্দুল লতিফ একই এলাকার মৃত মন্নাবের ছেলে।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আশুলিয়ার দুর্গাপুর মণ্ডলপাড়া এলাকা থেকে ১০৫ লিটার চোলাই মদসহ লতিফকে আটক করা হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার জানান, প্রাথামিক জিজ্ঞাসাবাদে লতিফ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি দীর্ঘ দিন যাবত লোকচক্ষুর আড়ালে চোলাই মদ তৈরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
No comments