কুল্লা ইউনিয়ন টমেটো চাষে লাভবান কৃষক||rajshahirdorpon24
কুল্লা ইউনিয়ন টমেটো চাষে লাভবান কৃষক |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
টমেটো চাষে সফলতা পেয়েছেন কুল্লা ইউনিয়ন চাষিরা। টমোটো চাষ করে ব্যাপক সাফল্য পাওয়ায় ভাগ্য পরিবর্তনে সক্ষম হয়েছেন অসংখ্য কৃষক। ধামরাই উপজেলার প্রায় সারাবছর চাষ করা হয় উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের টমেটো।
রূপনগর, ফুটনগর,খরারচর, কুল্লা ইউনিয়নের শত শত কৃষক চাষ করেছেন টমেটোর। ফলনও হয়েছে ব্যাপকহারে। এসব এলাকায় টমেটোর চাষ করে পরিবর্তন হয়েছে তাদের ভাগ্যের। গত কয়েক বছর যাবত এই এলাকার কৃষকরা উচ্চ ফলনশীল জাতের টমেটোর চাষ করে আসছেন।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, প্রথম দিকে স্বল্প পরিসরে টমেটোর চাষ করে লাভবান হওয়ায় এখন তারা বিপুল পরিমাণ জমিতে টমেটোর চাষ করছেন। বর্তমানে টমেটো চাষ এসব এলাকার প্রধান অর্থকরী ফসল হিসেবে স্থান পেয়েছে। এখানকার অনেক লোক ব্যাবসা-বাণিজ্য ও চাকুরি ছেড়ে দিয়ে টমেটোর চাষ করছেন।
তারা উচ্চফলনশীল ও মৌসুমের শুরুর দিকে হওয়ায় দুটো বেশি পয়সা বেশী রোজগার করছেন। বংশী শেখ হাসিনা সেতুর কোল ঘেষে দিগন জোরা টমেটো আর টমেটো। যেদিকে চোখ যায় শুধু সবুজের সমারোহ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, উপজেলার বংশী চরে প্রায় ৬ শত বিঘা জমিতে টমেটো চাষ হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে ৪ হাজার মেট্রিক টন টমেটো উৎপাদন হতে পারে।
এক বিঘা জমিতে শ্রমিক, বাঁশ, চারা, সার ও কীটনাশক বাবদ খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। তারা প্রতি বিঘায় মৌসুমের শুরুর দিকে হওয়ায় বাজারে এখন ১ হাজার ৬০০ টাকা মণ দরে টমেটো বিক্রি হচ্ছে।
মাসুদ বলেন, তিনি এবার ২ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। এতে তাঁর ৫০ হাজার টাকা খরচ হয়েছে। কিছুদিন ধরে টমেটো বিক্রি শুরু হয়েছে। বাজারে এখন দাম খুব ভালো।
এ পর্যন্ত তিনি পাঁচ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। তাঁর জমিতে যে পরিমাণ টমেটো রয়েছে, তা আরও প্রায় ৭৫ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। এতে সব খরচ বাদ দিয়ে তাঁর ৩৫ হাজার টাকা লাভ হবে।
অন্যান্য চাষিরা জানান, অন্যান্য ফসলের চেয়ে এ চাষ লাভজনক ও সাথী ফসল হিসেবে একই সাথে ফুলকপি, পাতাকপি,গাজর, শালগম লাউ, পালং শাক ,শীম,মুলা,লাল শাক সহ বেশকিছু সবজি উৎপাদন করা সম্ভব।
উপজেলার কৃষি কর্তাগণ আমাদের বিভিন্ন সময়ে পরার্মশ প্রদান করায় আমরা আগ্রহ পাই। এছাড়া বিভিন্ন ওষুধ কোম্পানির মাঠ পর্যায়ের কর্মীগণও আমাদের সাহায্য করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, উপজেলার কৃষি থেকে টমেটো চাষীদের সব সময় পর্যবেক্ষন ও পরামর্শ প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার টমেটোর বাম্পার ফলন হবে আশা করছি।
এ বছর বাজারে টমেটো মৌসুমের শুরুর দিকে হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। প্রতি বিঘায় একজন চাষি খরচ বাদে ২০ থেকে ২৫ হাজার টাকা লাভ করতে পারবেন।
No comments