Header Ads

  • সর্বশেষ খবর

    ধামরাইয়ে ১১টি ইটভাটাকে ৫২ লাখ টাকা জরিমানা ||rajshahirdorpon24

     

    ধামরাইয়ে ১১টি ইটভাটাকে ৫২ লাখ টাকা জরিমানা 

    মোঃ শান্ত খান সাভার  প্রতিনিধি:

    পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ১১টি ইটভাটায় অভিযান চালিয়ে ৫২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।


    উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া ও জয়পুরা এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।


    এ সময় উপজেলার সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলীর তিনটি অবৈধ ইটভাটাকে ২৫ লাখ টাকা আর্থিক জরিমানাসহ ইটভাটা ভেঙে ও পানি দিয়ে ভাটার চুলা নিভিয়ে দেয়া হয়। এছাড়াও সূতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাজার কালামপুর ব্রিকসসহ মোট ১১টি ইটভাটাকে ৫২ লাখ টাকা জরিমানা করা হয়।


    ব্রিকসগুলো হলো, আমেনা ব্রিকসকে ২০ লাখ, আইরিন ব্রিকসকে ২ লাখ, লাকি ব্রিকসকে ৩ লাখ টাকাসহ পুরো ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এছাড়া সূতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রাজার কালামপুর ব্রিকসকে ৫ লাখ টাকাসহ এ আর এম ব্রিকসকে ৬ লাখ, এসবি ১ ও ২ ব্রিকসকে ২ লাখ, পদ্মা ব্রিকসকে ৬ লাখ, নুর ব্রিকসকে ১ লাখ, ফারুক ব্রিকসকে ১ লাখ ও হোসেন ব্রিকসকে ৬ লাখসহ মোট ৫২ লাখ টাকা জরিমানা করা হয়।


    নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ধামরাইয়ে ইটভাটায় অভিযান চালানো হয়। ১১টি ভাটা কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে ব্যর্থ হলে তাদের আর্থিক জরিমানা করা হয়। একই সাথে সাতটি ভাটা ভেঙ্গে ফেলে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।


    এ সময়ে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন রাজীব, পরিদর্শক জেসমিন আক্তার, ফাতেমাতুজ জহুরাসহ প্রশাসনের কর্মকর্তা এবং র‌্যাব-৪, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728