কাউন্সিলর পদ প্রার্থী হিসাবে যোগ্য ব্যক্তি মোঃ রমজান আহমেদ দাবী জনগণের ||rajshahirdorpon24
কাউন্সিলর পদ প্রার্থী হিসাবে যোগ্য ব্যক্তি মোঃ রমজান আহমেদ দাবী জনগণের |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি :
ঢাকা জেলা সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে জনগন –কে কাউন্সিলর হিসাবে দেখতে চায়। জনমত জরিপে মোঃরমজান আহমেদ একজন সৎ ও যোগ্য ব্যক্তি। ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সাফল্যের মাপকাঠিতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মোঃ রমজান আহমেদ ।
এলাকার ভোটাররা পছন্দের তালিকায় একবাক্যে সামনে আনছেন তার নাম। সৎ, পরিশ্রমী, জনবান্ধব একজন সাদা মনের মানুষ হিসাবে যার রয়েছে জনগণের কাছে ব্যাপক পরিচিতি।
এলাবাকাসীর যেকোন সমস্যা, বিপদ আপদে যিনি নিবেদীতপ্রাণ বলেই জনশ্রুতি রয়েছে। তাকে পৌরসভার নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে আগামী ১৬ জানুয়ারি সারাদিন মার্কায় বিপুল ভোটের মাধ্যেমে নির্বাচিত করবেন বলে জানান ভোটাররা।
কাউন্সিলর হিসাবে যোগ্য ব্যক্তি মোঃ রমজান আহমেদ দাবী জনগণের। সাধারণ মানুষের এ দাবী দিন দিন জোরালো হচ্ছে। আর এই দাবীতে তার ভক্ত-অনুরাগীরা দিন দিন এ দাবিকে আরও জোরালো করছে।
জানা গেছে, জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয়। সাধারণ মানুষের যে কোন বিপদে ছুটে যান বলে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের ভালবাসার পাত্র
মোঃ রমজান আহমেদ । তাই সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের জনগণ কাউন্সিলর হিসাবে দেখতে চায় মোঃরমজান আহমেদ কে।
No comments