সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করলেন মঞ্জুরুল আলম রাজীব ||rajshahirdorpon24
সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করলেন মঞ্জুরুল আলম রাজীব |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারের ভাকুর্তা ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের শুভ উদ্বোধন করলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। রবিবার (২৪ জানুয়ারি) বিকালে বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল মন্ত্রী অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি’র উদ্যোগে ভাকুর্তা ইউনিয়নের বটতলায় মাবিয়া কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গনে অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ এর শুভ উদ্বোধন হয়।
এব্যাপারে, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব জানান, বীর মুক্তিযোদ্ধা সাবেক সফল মন্ত্রী অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি’র উদ্যোগে এই এলাকায় সপ্তাহব্যাপী শীত বস্ত্র বিতরণ চলবে। আজ এর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। যারা সপ্তাহব্যাপী এই কার্যক্রম তদারকি সহ সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছেন, সাভার উপজেলা পরিষদ ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি শীতার্তদের পাশে থাকার জন্য সকল বিত্তবানদের প্রতি আহবান জানাই।
উল্লেখ্য, সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণের প্রথম দিনে কয়েকশো’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
No comments