Header Ads

  • সর্বশেষ খবর

    সাভার পৌর ৬ নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী তরুণ প্রজম্মের অহংকার ছাত্র নেতা মোঃ নাঈম খান ||rajshahirdorpon24

     

    সাভার পৌর ৬ নং ওয়ার্ডের সভাপতি প্রার্থী  তরুণ প্রজম্মের অহংকার ছাত্র নেতা মোঃ নাঈম খান 


    মোঃ শান্ত খান সাভার  প্রতিনিধি :

    সাভার পৌর এলাকার  তরুণ প্রজম্মের অহংকার মেধাবী ছাত্রলীগের নেতা অন্যয়ের প্রতিবাদ কারী সকলের ভালোবাসার পাত্র হিসেবে পরিচিত। সাভার  পৌর  ৬ নং ওয়ার্ডের  ছাত্রলীগের -সভাপতি পদপ্রার্থী মোঃ নাঈম খান  । ছাত্র রাজনৈতির শুরু থেকেই তিনি ছাত্রদের বিভিন্ন কাজেই অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাভার পৌর এলাকা ৬ নং ওয়ার্ডে   ছাত্রলীগের কর্মীদের মাধ্যমে জানা যায় কলেজের ভর্তি থেকে শুরু করে স্বচ্ছ রাজনৈতি বিশ্বাসি এই তরুণ ছাত্র নেতা গরিব মেধাবী ছাত্রদের পরিক্ষার ফিস সহ বই, কাগজ-কলম ইত্যাদি শিক্ষা উপকরণ প্রদান করে থাকেন। 


     সাভার পৌর ছাত্রলীগের এক কর্মী   জানান, তিনি আমাদের ছাত্র রাজনিতিতে স্বচ্ছ রাজনিতি করার উৎসাহ উদ্দিপনা দিয়ে আসছেন। তার উৎসাহ উদ্দীপনা বুকে ধারণ করেই আমরা সাভার পৌর ৬ নং ওয়ার্ডের ছাত্রলীগ,  ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগকে সুসংগঠিত করার লক্ষে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তার এই অক্লান্ত পরিশ্রমকে স্বার্থক করার লক্ষ্যে আমরা সকলেই এক যুগে কাজ করে যাচ্ছি।  


    ছাত্র নেতা মোঃ নাঈম খান  জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাহমানব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর নীতি ও আদর্শকে বাস্তবায়নের লক্ষ্যে আমি সাভার পৌর ৬ নং ওয়ার্ডের  ছাত্র সমাজকে সুসংগঠিত করার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এই স্লোগানকে বাস্তবায়ন করতে আমি বা আমরা সাভার পৌর ৬ নং ওয়ার্ডের  সদা তৎপর। ছাত্রলীগ অস্ত্র দিয়ে নয় কলম দিয়ে যুদ্ধ করবে। মাদক মুক্ত তরুণ সমাজ গড়তে ছাত্রলীগের কার্যক্রম থাকবে প্রশংসানীয় । শিক্ষা, শান্তি, প্রগতির বার্তা ছড়িয়ে দিতে চাই প্রত্যেকটা ছাত্রলীগ নেতাকর্মীর মাঝে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728