Header Ads

  • সর্বশেষ খবর

    আড়ানী পৌর নির্বাচন ঃ ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন,প্রথমবার হবে ইভিএমে ভোটগ্রহণ ||rajshahirdorpon24

     

    ফাইল ফটো

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি

    রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনি প্রশিক্ষক ইন্সটিটিউট (ঢাকা) এর অয়োজনে দুইদিনব্যাপি (১২ জানুয়ারি মঙ্গলবার ও ১৩ জানুয়ারি বুধবার) ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের বাস্তবায়নে, ৯জন প্রিজাইটিং অফিসার,৪৯জন সহকারি প্রিজাইটিং ও ৯৭ জন পোলিং অফিসার এ কর্মশালায় অংশগ্রহন করেন।


     নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনসহ প্রতিদ্বদ্বী প্রার্থীদের সঙ্গে আচরণ-বিধি প্রতিপালন’ ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন ও ভোটদান প্রক্রিয়া সম্পর্কিত প্রশিক্ষন দেওয়া হয়েছে।


    প্রশিক্ষক হিসেবে ছিলেন,  বাঘা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুল আলম,জেলার বোয়ালিয় থানার নির্বাচন অংিফসার সুসমিতা রায়, পবা উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, ও দুর্গাপুর উপজেলা নির্বাচন অফিসার আসাদুজ্জামান। উপজেলার মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার অফিসার শাহিন রেজা। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুল আলম জানান, ১৪ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে ইভিএম এ মক ভোটিং অনুষ্ঠিত হবে।


    উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি রাজশাহীর আড়ানী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৩ জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডে  ১০জন   ও  সাধারন কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। 


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728