আড়ানী পৌর নির্বাচন ঃ ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন,প্রথমবার হবে ইভিএমে ভোটগ্রহণ ||rajshahirdorpon24
ফাইল ফটো |
বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনি প্রশিক্ষক ইন্সটিটিউট (ঢাকা) এর অয়োজনে দুইদিনব্যাপি (১২ জানুয়ারি মঙ্গলবার ও ১৩ জানুয়ারি বুধবার) ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের বাস্তবায়নে, ৯জন প্রিজাইটিং অফিসার,৪৯জন সহকারি প্রিজাইটিং ও ৯৭ জন পোলিং অফিসার এ কর্মশালায় অংশগ্রহন করেন।
নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কর্মকর্তাদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনসহ প্রতিদ্বদ্বী প্রার্থীদের সঙ্গে আচরণ-বিধি প্রতিপালন’ ও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন ও ভোটদান প্রক্রিয়া সম্পর্কিত প্রশিক্ষন দেওয়া হয়েছে।
প্রশিক্ষক হিসেবে ছিলেন, বাঘা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুল আলম,জেলার বোয়ালিয় থানার নির্বাচন অংিফসার সুসমিতা রায়, পবা উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, ও দুর্গাপুর উপজেলা নির্বাচন অফিসার আসাদুজ্জামান। উপজেলার মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় দিক নির্দেশনামূলক বক্তব্য দেন, রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসার অফিসার শাহিন রেজা। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মুজিবুল আলম জানান, ১৪ জানুয়ারি সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে ইভিএম এ মক ভোটিং অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি রাজশাহীর আড়ানী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৩ জন এবং সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ১০জন ও সাধারন কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন।
No comments