Header Ads

  • সর্বশেষ খবর

    সাভার পৌরসভা ৫নং ওয়ার্ডের উঠান বৈঠকে কাউন্সিলর পদ প্রার্থী এম,এম জাহেরুল আহসান ফারুক এর দোয়া ও ভোট প্রার্থনা ||rajshahirdorpon24

     

    সাভার পৌরসভা ৫নং ওয়ার্ডের উঠান বৈঠকে কাউন্সিলর পদ প্রার্থী এম,এম জাহেরুল আহসান ফারুক এর দোয়া ও ভোট প্রার্থনা 

    মোঃ শান্ত খান সাভার :

    আসন্ন সাভার পৌরসভা নির্বাচন সামনে রেখে উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে ডালিম  মার্কায় ভোট প্রার্থনা করছে নির্বাচনী পৌরসভা এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছে, সফল কাউন্সিলর পদপ্রার্থী  ও তরুণ সমাজ সেবক, সাভার উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক এম,এম জাহেরুল আহসান ফারুক,আগামী ১৬ জানুয়ারী ঢাকা জেলা সাভার  পৌরসভা নির্বাচন উপলক্ষে ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এম,এম জাহেরুল আহসান ফারুক উঠান বৈঠকে তার পিতা নবীন থেকে প্রবীন আওয়ামীলীগের রাজনৈতিক নেতা হিসেবে দলের জন্য নিবেদিত প্রান বর্তমানে সাভার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এম এম কামরুল কামরুল আহসান ( সোনাহর), ভোট প্রার্থনা করেন ।


     এ সময় উনার বক্তব্য, বলেন আমার ছেলে  যদি কাউন্সিলর হয় আপনাদের সাথে কুনো ভুল করে থাকেন তাকে ক্ষমা করে দিয়ে আপনাদের সেবা করার জন্য মূল্যবান ভোটটি ডালিম মার্কায় দিবেন, আজ বিকেলে পৌরসভায় নিজে এলাকায় প্রায় হাজার খানেক ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেন ।এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন কাউন্সিলর পদপ্রার্থী  এম,এম জাহেরুল আহসান ফারুক নির্বাচিত হতে পারলে অসম্পূর্ণ কাজগুলো পর্যায় ক্রমে করে, দিবেন বলে ভোটারদের এই আশ্বাস দেন।


    সমাজের উন্নয়ন এবং মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে হলে একজন সৎ গ্রহণযোগ্য লোকের দরকার বলে জানান, এ পার্থী আদর্শ রাজনীতির মাঠে আছেন সব সময় সাধারণ মানুষের ডাকে সাড়া দিয়ে থাকেন, এম,এম জাহেরুল আহসান ফারুক আগামী১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনে ভোটারদের কাছে ডালিম মার্কায় ভোট প্রার্থনা করছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728