সাভারে দুর্বৃত্তের দেয়া আগুনে ১৫’শ পোল্ট্রি মুরগি পুড়ে ছাই, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি!||rajshahirdorpon24
সাভারে দুর্বৃত্তের দেয়া আগুনে ১৫’শ পোল্ট্রি মুরগি পুড়ে ছাই, ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি! |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারে পূর্ব শত্রুতার জেরে আগুন দিয়ে একটি পোল্ট্রি মুরগির খামার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ জানুয়ারি) ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর উত্তরপাড়া এলাকার এখলাছুর রহমানের পোল্ট্রি ফার্মে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।
পোল্ট্রি ফার্মের মালিক এখলাছুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ভোর রাতে মশাল দিয়ে তার টিনসেড ফার্মে দুর্বৃত্তরা আগুন দেয়। এসময় ফার্মে থাকা প্রায় ১৫’শ মুরগি পুড়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা। ফার্মের ব্যবসার লাভের টাকা দিয়ে তিনি ছেলে মেয়েদের লেখাপড়া ও সংসার খরচ চালাতেন। দুর্বৃত্তরা তাকে নিঃশ্ব করেছেন বলেও জানান তিনি।
ফার্মে আগুন দেওয়ার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে ফার্মটির পুড়ে যাওয়া মুরগি দেখার জন্য ভিড় করেন এলাকাবাসী। ফার্মটির পাশে অনেক গাছ পালাও আগুনে পুড়ে যায়।
এবিষয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments