ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ||rajshahirdorpon24
ফাইল ফটো |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
ধামরাইয়ে মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় সাকিবুল হাসান শাওন (২১) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। এসময় রাস্তার দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার যানযট লেগে যায়।
জানা যায়, নিহত সাকিবুল হাসান শাওন ধামরাইয়ের নান্নার গ্রামের ডাক্তার শাজাহান এর ছেলে এবং সে ঢাকার মিরপুরে ট্রমা ম্যাটসের প্যারামেডিকেল কোর্সের ছাত্র ছিলেন।
নিহতের চাচা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে দ্রুতগতির মাটিবাহী একটি ড্রাম ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন সাকিবুল হাসান শাওন।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।
No comments