বাঘায় নির্জন রাস্তার ধারে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা ||rajshahirdorpon24
বাঘায় রাস্তার ধারে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা |
স্টাফ রিপোর্টার:
রাজশাহী বাঘা উপজেলার তেঁথুলিয়া সিকদারপাড়া এলাকায় নির্জন মাঠে কুপিয়ে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম জহুরুল ইসলাম। তার বাড়ি বাঘার মনিগ্রাম বাজার এলাকায়। তার বাবার নাম রফিকুল ইসলাম।
জোরুল একটি মোবাইল কোম্পানির সেলসম্যান হিসেবে চাকরি করতেন। ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার নিকট থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে পুলিশ নিশ্চিত করেছে।
এদিকে ঘটনাস্থলের পাশেই নিহত ওই ব্যক্তির একটি মোটরসাইকেল পড়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার ওসি নজরুল ইসলাম।
তিনি আরো জানান, মঙ্গলবার দিবাগত রাতে জরুল আড়ানী এলাকার দিক থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। এসময় ছিনতাইকারীরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় এলাকাবাসী রাস্তার ধারে বিলের মাঝে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধারের ব্যবস্থা করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
No comments