Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীর বাঘা কেশবপুর স্কুল এন্ড কলেজ মাঠে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ||rajshahirdorpon24

     

    রাজশাহীর বাঘা কেশবপুর স্কুল এন্ড  কলেজ মাঠে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 


    নিজস্ব প্রতিবেদক:

    শিক্ষা-শান্তি-প্রগতি, ছাত্রলীগের মুূলনীতি’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘা কেশবপুর স্কুল এন্ড  কলেজ মাঠে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।সোমবার  দুপুর ৩টায় ৪ঠা জানুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের গৌরব-ঐতিহ্য -সংগ্রাম  ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজন আলীর  আয়োজনে ও উদ্যোগে কেশবপুর স্কুল এন্ড কলেজ মাঠে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ শেষে  উৎসব মুখর পরিবেশে কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।এসময় ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান  ছাত্রলীগ নেতৃবৃন্দ।


    উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ম থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন সঙ্কটে সফল সাহসী ভূমিকা রেখেছে সংগঠনটি।


    এসময় আরো উপস্থিত ছিলেন, আব্দুর রহমান  সাংগঠনিক সম্পাদক বাঘা উপজেলা আওয়ামী লীগ, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল সেখ, আওয়ামী লীগ নেতা হায়দার আলী, শিক্ষক আনোয়ার হোসেন,বাঘা শাহদোলা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল, ছাত্রলীগ নেতা  রুবেল,রাজশাহী কলেজ ছাত্রলীগ নেতা সোহাগ বুলবুল, শিলন,আলমগীর,লালন সহ ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728