Header Ads

  • সর্বশেষ খবর

    সাভারে ১৬টি জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা!||rajshahirdorpon24

     

    সাভারে ১৬টি জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা!

    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:

    সাভারে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিবন্ধন না নিয়ে জুয়েলারি ব্যবসা পরিচালনার দায়ে ১৬টি জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।


    শনিবার (৯ জানুয়ারি) সকালে সাভারের কয়েকটি মার্কেটে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।


    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জুয়েলারি ব্যবসা পরিচালনার জন্য প্রতিটি জুয়েলারি প্রতিষ্ঠানকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিবন্ধন নিতে হয়। অভিযোগ ছিল, সাভারের অনেক জুয়েলারি প্রতিষ্ঠানের মালিক সেই নিবন্ধন না নিয়েই তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। নিবন্ধনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে ১৬টি জুয়েলারি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জেলা প্রশাসকের কার্যালয়ের নিবন্ধনের কোন কাগজ দেখাতে ব্যর্থ হলে ওই প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট ১ লাখ ৩৬ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। একই সাথে দ্রুত জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিবন্ধন নিতে নির্দেশনা দেয়া হয়।


    এমন অভিযান সামনের দিনেও অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728