জাইকা’র প্রতিনিধি দলের সাভার উপজেলা পরিষদ পরিদর্শন ||rajshahirdorpon24
জাইকা’র প্রতিনিধি দলের সাভার উপজেলা পরিষদ পরিদর্শন |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভার উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন জাইকা’র প্রতিনিধি দল। রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে সাভার উপজেলা পরিষদের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে জাইকা’র প্রতিনিধি দল তাদের সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন জাইকা’র পরিবীক্ষণ ও মূল্যায়ন এক্সপার্ট মোঃ আব্দুস সালাম ও আই.আর.জি ডেভেলপমেন্ট সার্ভিসেস লিমিটেড এর ডাইরেক্টর মোঃ আব্দুল কাশেম।
এসময় তারা উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা’র সাথে আলোচনা করেন।
এব্যাপারে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব জানান, আজ (রবিবার) জাইকা’র প্রতিনিধি দল সাভার উপজেলা পরিষদ পরিদর্শন করেন। তারা সাভার উপজেলার সমস্ত কার্যক্রমের ভূয়সী প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেন।
No comments