নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে সড়কের ৭১ শতাংশ জমি উদ্ধার!||rajshahirdorpon24
নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে সড়কের ৭১ শতাংশ জমি উদ্ধার! |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উচ্ছেদ অভিযানে ৭১ শতাংশ সড়কের সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ এর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ২০ কোটি টাকা মূল্যমানের ৭১ শতাংশ বেদখলীয় জমি হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, আজ (রবিবার) সাভার উপজেলার আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় সরকারি জায়গা ( সড়ক) থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। এখানে দখলদারেরা সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও মৎস আড়ৎ স্থাপন করেছিলো। আজকের অভিযানের দ্বারা প্রায় ২০ কোটি টাকা মূল্যমানের ৭১ শতাংশ বেদখলীয় জমি হতে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ পূর্বক উদ্ধার করা হয়েছে।
এধরণের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
No comments