Header Ads

  • সর্বশেষ খবর

    বিরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন ||rajshahirdorpon24

     



    মোঃ শান্ত খান সাভার  প্রতিনিধি:

    আসন্ন সাভার  উপজেলার বিরুলিয়া  ইউনিয়ন পরিষদ নির্বাচনে যুব সমাজ ও এলাকাবাসীর সমর্থনে ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসাবে নির্বাচন করতে আগ্রহী তারুণ্যের অহংকার যুব সমাজের মোঃ জসীমউদ্দীন ।


    সমাজ সেবক মোঃ জসিম উদ্দীন  সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হয়ে ১ নং বিরুলিয়া  ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মানুষের কর্মস্থল ও অবহেলিত মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন করার লক্ষে মানুষের পাশে দাঁড়াতে আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হয়ে নির্বাচন করতে চান। 


    ইতিমধ্যেই সমাজসেবক মোঃ জসিম উদ্দীন  বিগত কয়েক বছর যাবত সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহন করে সামাজিক কাজের গতিশীলকে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা পালন করেছেন বিভিন্ন পাড়া মহল্লায়। 


    এ বিষয়ে মোঃ জসিম উদ্দীন  জানান, মূলত তরুণ সমাজের অনুপ্রেরণায়, তরুণ ও যুব সমাজ এবং এলাকাবাসীর ইচ্ছা এবং প্রত্যাশার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই সিদ্ধান্তে উপনিত হয়েছি। মানব জীবন ক্ষণস্থায়ী, মানুষ বেঁচে থাকে তার আপন কর্মে, সততা, এবং আদর্শে। আমি এই ক্ষণস্থায়ী জীবনকে মানুষের সেবায়, মানুষের উপকারে, মানুষের বিপদে-আপদে পাশে থেকে, ন্যায়ের পক্ষে অটুট অবিচল থেকে, অন্যায়ের দর্প চূর্ণ করে, সমাজে, রাষ্ট্রে সত্য প্রতিষ্ঠিত হোক, প্রতিটি নাগরিক যেন ন্যায় বিচার পায় , বুঝে পায় যেন তাদের প্রাপ্য অধিকার। প্রত্যেকটি মানুষ নিজ নিজ আলোয় ভালো থাকুক এই আমার হৃদয়ের একমাত্র বাসনা। 


    একই সাথে সৎ চিন্তা ও ত্যাগী মনোভাব আমার সম্ভল,সবার চিন্তা চেতনায় ও যোগ্যতার বিচারে যদি আমি রায় পাই, সততা, নিষ্ঠা ও আদর্শকে পুঁজি করে আজীবন মানুষের জন্য, সমাজের জন্য কাজ করে যেতে চাই। চেষ্টা করবো কৃতজ্ঞচিত্তে শ্রম সাধনা দিয়ে ১নং ওয়ার্ডবাসীকে সুন্দর একটি সমাজ ও উন্নয়ন গঠন করার।পরিশেষে  মোঃ জসিম উদ্দীন ১নং ওয়ার্ড বাসী সহ সকলের কাছে একটি মডেল ওয়ার্ড হিসাবে প্রতিষ্ঠার লক্ষে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728