Header Ads

  • সর্বশেষ খবর

    রাজশাহীর তানোরে মনোনয়ন প্রত্যাশী লিটনের গণসংযোগ ||rajshahirdorpon24

     

    রাজশাহীর তানোরে মনোনয়ন প্রত্যাশী লিটনের গণসংযোগ 

    আলিফ হোসেন, তানোরঃ

    রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শহীদ পরিবারের সন্তান তাসাদ্দেক হক চৌধুরী গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন।এদিকে ২ জানুয়ারী শনিবার দিনব্যাপী তিনি লিজানী বাজার, দরগাডাঙ্গা হাট, চৌরখৈর ও বনগা গ্রামে গণসংযোগ এবং বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের সঙ্গে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন। কলমা ইউপিতে

    বইছে নির্বাচনের আগাম হাওয়া  চায়ের কাপেও ঝড় উঠেছে।


    আলোচনার কেন্দ্র বিন্দু কেবলমাত্র চেয়ারম্যান পদ ঘিরেই আর্বতিত হচ্ছে। ইতমধ্যে চেয়ারম্যান পদে সম্ব্যব্য প্রার্থীরা মানবিক ও খাদ্য সহায়তা বিতরণ, এলাকার উন্নয়ন এবং ব্যক্তি পর্যায়ে আর্থিক অনুদান প্রদান, প্রচার-প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে ভোটারদের দৃস্টি আকর্ষণ এবং আলোচনায়  উঠে আশার  চেস্টা করছে। তবে আলোচনার শীর্ষে রয়েছে আর্দশিক ও তরুণ নেতৃত্ব তাসাদ্দেক হক লিটন চৌধুরী। তিনি পারিবারিক ভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক 

    আওয়ামী লীগের ওপর দিয়ে অনেক ঝড়- ঝাপটা বইয়ে গেছে, কিন্ত্ত লিটনের পরিবার কখানোই আওয়ামী লীগ থেকে বিচ্যুত হয়নি। এছাড়াও বর্তমান চেয়ারম্যান নানা কারণে বির্তকিত ও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর এই সুযোগে লিটন মাঠে শক্ত অবস্থান গড়ে তুলেছেন বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। 


    জানা গেছে, ইউপি চেয়ারম্যান নির্বাচিত হতে একজন প্রার্থীর যে ধরণের রাজনৈতিক,সামাজিক, পারিবািরক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, ব্যক্তি ইমেজ, উন্নয়ন মানসিকতা ও গ্রহণযোগ্যতা ইত্যাদি প্রয়োজন  লিটন সেই সব গুনের অধিকারী সম্পন্ন প্রার্থী। এসব বিবেচনায় নির্বাচনের মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় 

    অন্যদের থেকে তিনি এগিয়ে রয়েছে। আওয়ামী লীগের সমর্থনে প্রার্থী হলে তাঁর বিজয় প্রায় নিশ্চিত। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী বলেন, বর্তমান চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন নানা কারণে অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও তার সময়ে প্রায় কোটি টাকার বরাদ্দ এলেও তিনি দৃশ্যমান  তেমন কোনো উন্নয়ন করতে পারেন নি। এসব বিবেচনায় এবার ইউপিবাসী তরুণ ও নতুন নেতৃত্ব প্রত্যাশা করেছেন।


    স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগণের অভিমত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তরুণ নেতৃত্ব চাই, সেই বিবেচনায় তরুণ নেতৃত্ব লিটন পচ্ছন্দের শীর্ষে রয়েছে। এবিষয়ে তাসাদ্দেক হক লিটন চৌধুরী বলেন, ভোটারদের মানষিকতা ও তৃণমুলের মতামতের ভিত্তিত্বে মনোনয়ন দেয়া হলে তার মনোনয়ন নিশ্চিত।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728