সাভার পৌরসভা সাধারণ নির্বাচন 2021 প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ||rajshahirdorpon24
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত |
মোঃ শান্ত খান সাভার :
আজ রবিবার তিনটায় সাভার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ঢাকা জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শহিদুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএম পিপিএম পুলিশ সুপার ঢাকা জেলা মারুফ হোসেন সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহি অফিসার শামীম আরা নীপা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা নির্বাচন ঢাকা জেলা রিটানিং অফিসার জনাব মোঃ মনীর হোসাইন খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ইনচার্জ এ এফ এম সাহেদ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে হাজী আব্দুল গনি।
বিএনপি মনোনিত প্রার্থী ধানের শীষে প্রার্থী রেফাত উল্লাহ। প্রতিদ্বন্দী কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন,কাউন্সিলর ১নং ওয়ার্ডঃ আব্দুল কাদের (ডালিম), মোঃ এরশাদুর রহমান (ব্রিজ), মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা (পানির বোতল), মোঃ রমজান আহমেদ (উটপাখি)। ৩নং ওয়ার্ডঃ কাজী আশফার উদ্দিন (টেবিল ল্যাম্প), মোহাম্মদ মফিজুল ইসলাম (পাঞ্জাবি), মোঃ আব্দুল আউয়াল (উটপাখি), মোঃ জাকির হোসেন চৌধুরী (ব্রিজ), মোঃ মোশাররফ হোসেন (ডালিম), সানজিদা শারমিন (পানির বোতল)। ৪নং ওয়ার্ডঃ আবদুল জলিল মিয়া (টেবিল ল্যাম্প), মোঃ নুরে আলম সিদ্দিকী (ফাইল কেবিনেট), মোঃ সাহিদুল ইসলাম (উটপাখি)। ৫নং ওয়ার্ডঃ
ইমরান হোসেন (পাঞ্জাবি), এমএম জাহেরুল আহসান ফারুক (ডালিম), দেলোয়ার হোসেন দিলু (উটপাখি), ফেরদৌস আহমেদ প্রদীপ (টেবিল ল্যাম্প), মোঃ মশিউর রহমান খান (ব্ল্যাক বোর্ড), মোঃ মোয়াজ্জেম হোসেন (পানির বোতল), শিউলী পারভীন (গাজর)। ৬নং ওয়ার্ডঃ
আলহাজ¦ আব্দুস ছাত্তার (উটপাখি), কামরুল (পাঞ্জাবি), ফারুক মাহমুদ (ডালিম), মনিরুল হক (ব্ল্যাক বোর্ড), মোঃ আবু সাঈদ (ব্রিজ), মোঃ আহসান উল্লা (পানির বোতল), মোঃ হোসেন আলী (টেবিল ল্যাম্প)। ৭নং ওয়ার্ডঃ
মোঃ আব্বাছ আলী (ডালিম), মোঃ আঃ কাদির মোল্লা (উটপাখি), মোঃ আঃ রহমান (পানির বোতল), মোঃ ইউনুস মিয়া পারভেজ (টেবিল ল্যাম্প), মোঃ রুহুল আমিন (গাজর), মোঃ হাবিজ উদ্দিন (পাঞ্জাবি), ৮নং ওয়ার্ডঃ মোহাম্মদ নাহিদুল ইসলাম (পানির বোতল), মোঃ মনির পালোয়ান (উটপাখ), সেলিম মিয়া (ডালিম),
৯নং ওয়ার্ডঃ মোঃ আনিসুজ্জামান খান (ডালিম), মোঃ আশরাফুল ইসলাম (উটপাখি), মোঃ আয়নাল হক (পানির বোতল)।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ডঃ ইয়াছমিন আক্তার (চশমা), ফরিদা ইয়াসমিন (অটোরিক্সা), রহিমা (আনারস), শামীমা আক্তার (টেলিফোন)। ৪,৫,৬ নং ওয়ার্ডঃ
মিসেস ডারফিন আক্তার (চশমা), মোছাঃ হেনা আক্তার (আনারস)। ৭,৮,৯ ওয়ার্ড মোছাঃ সুমি খাতুন (আনারস), মোসাঃ শাহিনুর বেগম (টেলিফোন), সুলতানা রাজিয়া (চশমা)।
দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কে প্রজেক্টরের মাধ্যমে কিভাবে একজন ভোটার ভোট দিবেন সে বিষয়ে প্রশিক্ষণের প্রদান করা হয়।
No comments