বাঘায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ||rajshahirdorpon24
বাঘায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন |
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাঘায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে। সোমবার বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ দিবসটি পালন করা হয়। এর আয়োজন করে বাঘা উপজেলা ছাত্রলীগ।বিকেল ৪ টায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সঞ্চালনায় ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।
তিনি ছাত্র লীগের উদ্দেশ্যে বলেন, ১৯৪৮ সালে ছাত্রলীগকে জন্ম দিয়েছেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।তিনি আগামী দিন চারঘাট-বাঘার গনমানুষের নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উন্নয়নের ধারক-বাহক হওয়া-সহ মাদক মুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখার জন্য ছাত্রলীগকে আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ও মোজাহার হোসেন মহিলা কলেজের অধ্যাক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা তিলু, অধ্যাপক আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বঙ্গবন্ধু সৈনিক লীগের উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা, রাজশাহী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা বিপাশা খাতুন, গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা অনিক মাহামুদ বকুল।
সভা শেষে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে দুস্থদের মাঝে কম্বল বিতারণ ও কেক কাটেন অতিথিবৃন্দ। এসময় এক আনান্দ মুখর পরিবেশে একটি র্্যলি উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
No comments