Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ভ্রাম্যমান আদালতে ভুয়া কাজীর ৬মাসের কারাদন্ড ||rajshahirdorpon24

     

    বাঘায়  ভ্রাম্যমান আদালতে ভুয়া কাজীর  ৬মাসের কারাদন্ড 

    স্টাফ রিপোর্টার:

    মুসলিম নিকাহ্ রেজিস্টারে নাম নেই। তার পরেও নিজেকে প্রধান কাজির সহকারি দাবি করেন হুমায়ন কবির(৩৭)। সেই সুবাদে বিয়ে রেজিষ্ট্রি করেন তিনি। রোববার (৩ জানুয়ারি’২১) অপ্রাপ্ত  বয়সের ছেলে-মেয়ের বিয়ে দেওয়ার ঘটনায় আটকের পর জালিয়াতি করে বিয়ে রেজিষ্ট্রির ঘটনাটি ধরা পড়ে তার।


    রোববার(৩-জানুয়ারী) দুপুরে রাজশাহীর বাঘা পৌরসভার উৎসব পার্ক থেকে হুমায়ন কবির নামের ওই ভ’য়া কাজিকে আটক করে পুলিশ। অপ্রাপ্ত  বয়সের ছেলে-মেয়ের বিয়ে দেওয়ার ঘটনায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে  নেয়ার পর ছয় মাসের কারা দন্ডের রায় প্রদান করেন,  আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন । দন্ডপ্রাপ্ত হুমায়ন কবির উপজেলার ছাতারী গ্রামের কায়েম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।


    পুলিশ জানায়, উৎসব পার্কে অপ্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়ের বিয়ে রেজিস্ট্রি করেন কাজির সহকারি পরিচয়দানকারি হুমায়ন কবির। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। তাকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে নেওয়ার পর অপরাধ স্বীকার করেন তিনি। আদালতের  নির্বাহি ম্যাজিস্ট্রেট  তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। অফিসার ইনচার্জ নজরুল ইসলাম (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।


    রাজশাহী মুসলিম নিকাহ্ রেজিস্টার সংগঠনের সভাপতি কাজি মোহাম্মদ নুরুল আলম বলেন, উপজেলা পর্যায়ে যারা কাজির দায়িত্ব পালন করেন তাদের মধ্যে ইউনিয়ন এবং পৌর সভার অধীনে একজন প্রধান কাজি হিসেবে নিয়োগ পান।  তাদের মাধ্যমে একের অধীক সহকারী কাজি কাজ করে থাকেন। সেই ক্ষেত্রে হুমায়ন কবির নিজেকে সহকারী  কাজি দাবি করলেও তার রেস্টারে কোন প্রধান কাজির স্বাক্ষর দেখাতে পারেনি। ##


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728