Header Ads

  • সর্বশেষ খবর

    ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর ব্রীজে ফাটল, এক পাশে যানচলাচল বন্ধ!||rajshahirdorpon24

     

    ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর ব্রীজে ফাটল


    মোঃ শান্ত খান সাভার  প্রতিনিধি :

    সাভারে ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর ফাটল ব্রীজে দ্বিতীয় দিনের মত এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। এঘটনায় এখনো ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট রয়েছে। এদিকে সকালে ফাটল ব্রীজটি পরিদর্শন করেছেন সড়ক ও জনপদ বিভাগ (সওজ এর) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন।

    এসময় সড়ক ও জনপদ বিভাগ (সওজ এর) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন বলেন, আজ শুক্রবার দুপুর নাগাত ফাটল ব্রীজটির কাজ শুরু হতে পারে। এজন্য দ্রুত ফাটল ব্রীজটি মেরামত করে আগামী কালের মধ্যে ব্রীজের দু’পাশে যানচলাচলের জন্য উপযোগী করা হতে পারে।


    এছাড়া পুরো ব্রীজটি মেরামত করতে আরও দশ থেকে বিশ দিন সময় লাগতে পারে। এছাড়া ফাটল ব্রীজের পাশে খুব শীঘ্রই চার লেনের একটি ব্রীজ নির্মাণের কাজ শুরু হবে। এদিকে আজও সকাল থেকে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে গাড়ীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। এদিকে ফাটল ব্রীজটি দেখার জন্য উৎসুক জনতার ভীড় লেগেই আছে।


    উল্লেখ্য গতকাল ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রীজের আটটি বীমের মধ্যে চারটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এছাড়া ব্রীজটির এক পাশ দেবে গেছে। এমন অবস্থায় জীবনের ঝুকি নিয়েই ব্রীজের এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। যেকোন সময় ব্রীজটি ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করেছে এলাকাবাসী। ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের তুরাগ নদীর উপর সালেহপুরের এই ব্রীজটি প্রায় শত বছর আগে নির্মিত হয়।


    এলাকাবাসী দ্রুত ব্রীজটি মেরামত করে যানচলাচলের জন্য উন্মক্ত করার জন্য সড়ক বিভাগের প্রতি আহবান জানিয়েছেন। রাজধানীর কাছে এই ঝুকিপূর্ণ ব্রীজটি ভেঙ্গে পড়লে দেশের উত্তর ও পশিচম অঞ্চলের সাথে যোগাযোগ বিছিন্ন হতে পারে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728