Header Ads

  • সর্বশেষ খবর

    ডিসির প্রতিনিধি ছাড়াই বাঘা পৌরসভার নিয়োগ পরীক্ষা সম্পুন্ন! ||Rajshahirdorpon24

     

    ডিসির প্রতিনিধি ছাড়াই বাঘা পৌরসভার নিয়োগ পরীক্ষা সম্পুন্ন! 

    বাঘা ( রাজশাহী ) প্রতিনিধিঃ 

    সরকারী বিধিমালার নিয়মনীতি উপেক্ষা করে রাজশাহীর  বাঘা পৌরসভায় ডিসির প্রতিনিধি ছাড়াই  ১০টি  পদে নিয়োগ পরীক্ষা সম্পুন্ন করার অভিযোগ উঠেছে মেয়রের বিরুদ্ধে। শুক্রবার ( ৮ জানুয়ারী )   উপজেলার মোজাহার হোসেন মহিলা কলেজে  প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহন করা হয়। 


    নাম প্রকাশে অনি”ছুক একাধিক কাউন্সিলর জানান, বাঘা পৌরসভার ১০টি পদে নিয়োগ  প্রদানের জন্য নাম সর্বস্ব পত্রীকায়  নিয়োগ বিজ্ঞপ্তি  দিয়ে সু কৌশলে  তা গোপন করা হয়। সেই  মোতাবেক আবেদনের শেষ  দিন পৌরসভায় নিয়োগ বিজ্ঞপ্তির কপি টানানো হয়। যার কারনে ১০টি পদে মাত্র ৪১ জন প্রার্থী আবেদন করার সুযোগ পেয়েছে।  


    তারা আরও জানান, মোটা অংকের টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়া হবে বুঝতে পেরে ১৯ জন প্রার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন নি। ১০ টি পদে মাত্র  ২২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছেন।এমনকি  সরকারি বিধি মোতাবেক ১টি পদে নুন্যতম ৩জন প্রার্থী থাকার নির্দেশনা থাকলেও সার্ভেয়ার পদে মাত্র ১ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষা নেয়া হয়েছে।

    নিজের প্রার্থীদের নিয়োগ দিতে নিয়োগ পরীক্ষার সময় ডিসির মনোনিত প্রতিনিধি উপস্থিত না থাকলেও নিয়োগ পরীক্ষা সম্পুন্ন করা হয়।


    এ বিষয়ে বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাকের মুঠোফোনে  যোগাযোগের চেষ্টা করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। পরে প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিধি মোতাবেক অদ্য (৮ জানুয়ারী) লিখিত ও মৌখিক পরীক্ষার ব্যবস্থা  করা হয়। বদলী জনীত কারনে ডিসির মনোনিত প্রতিনিধি  উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) কামাল হোসেন উপস্থিত থাকতে পারেননি। তবে বিষয়টি ডিসি কে অবগত করা হয়েছে। তিনি পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছেন।


    এ বিষয়ে সহকারি কমিশনার (ভুমি ) এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর নম্বরটিও বন্ধ পাওয়া যায়। পরে তাঁর দপ্তরে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, তিনি বদলি জনিত কারনে বৃহষ্পতিবার সন্ধায় ঢাকায় গেছেন।

    এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে  মুঠোফোনে   ফোন করে  বক্তব্য নেয়ার চেষ্টা করেও কলটি রিসিভ হয়নি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728