গার্ল গাইড শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করলেন রাজীব ||rajshahirdorpon24
গার্ল গাইড শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করলেন রাজীব |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভার উপজেলার গার্ল গাইড শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত গার্ল গাইড সদস্যদের উদ্দেশ্যে মঞ্জুরুল আলম রাজীব বলেন, একটি আন্তর্জাতিক, অরাজনৈতিক, শিক্ষা ও সমাজ সেবামূলক যুবা আন্দোলনের ধারক আপনারা গার্ল গাইডের সদস্যরা। স্বাস্থ্য ও চরিত্ৰ গঠনে, মানবিক গুণাবলি বিকাশ এবং একজন বালিকা বা কিশোরীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই আন্দোলনের সৃষ্টি। সেই লক্ষ্য অনুসারে সমাজের যেকোনো প্রয়োজনে আপনারা এগিয়ে যাবেন, পাশে থাকবেন, সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে এই আহবান রইলো।
শীত বস্ত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন- সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল প্রমুখ সহ অন্যরা।
No comments