Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় স্থায়ী ঠিকানায় রঙিন বাড়ি পাচ্ছেন ১৬ ভূমিহীন-গৃহহীন ||rajshahirdorpon24

     

    বাঘায় স্থায়ী ঠিকানায় রঙিন বাড়ি পাচ্ছেন ১৬ ভূমিহীন-গৃহহীন 

    আব্দুল হামিদ মিঞা বাঘা (রাজশাহী) ঃ

    এখানে ওখানে মানুষের জমিতে ছাউনি করে কাটিয়েছেন সারাজীবন। ছিলনা  বাড়ি করার মতো জায়গা জমি। এবার তারা মুজিববর্ষে পুনর্বাসিত উপকারভোগী। রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর গ্রামে তাদের জন্য নির্মাণ করা হচ্ছে সেমিপাকা ঘর। উপজেলায়  ১৬ জন গৃহহীন-ভ’মিহীন পাচ্ছেন সেই বাড়ি। 


    উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমিপাকা ঘর নির্মাণ করা হচ্ছে। ২ শতাংশ জমির উপর নির্মিত ৩৯৪ বর্গ ফিটের এই বাড়িটিতে থাকছে দুটি কক্ষ একটি রান্নার জায়গা ও একটি টয়লেট। প্রতিটি বাড়ি  নির্মাণে ব্যয় হচ্ছে এক লাখ ৭১ হাজার টাকা। 


    বাড়ি দেওয়ার জন্য উপজেলা টাস্কফোর্স কমিটি উপকারভোগী নির্বাচন করেছে। উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের জন্য কমিটি করা হয়েছে।  উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও)এই কমিটির সভাপতি ও উপজেলা প্রকল্প বাস্তাবয়ন অফিসার সদস্য সচিব। প্রকল্পটি বাস্তবায়ন করতে জেলা পর্যায়ে কমিটি রয়েছে। সেই কমিটির সভাপতি হচ্ছেন জেলা প্রশাসক। এই প্রকল্পের আওতায় জেলার বাঘা উপজেলার হেলালপুর গ্রামে ১৬ টি বাড়ি নির্মাণ করা হচ্ছে। হেলালপুর গ্রামের মুংলা প্রমানিক ১টি বাড়ি পাচ্ছেন। কথা হলে তিনি বলেন, দীর্ঘদিন মানুষের  জমিতে ঘর তুলে থেকেছেন। সেই বাড়িতে থাকার পর তার ঘর ভেঙে নিতে বলেন। পরে আরেকজনের জমিতে বাড়ি করেন। 


    উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, প্রধান মন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায়  ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বাসগৃহ নির্মাণ  প্রকল্পের আওতায়  উপজেলায় ১৬ জন গৃহহীন-ভ’মিহীনকে রঙিন টিনের ছাউনি, সেমি পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। নির্মাণ কাজ  প্রায় শেষ করা হয়েছে। 


    জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, বাঘা উপজেলাসহ তার জেলায় ৬৯২ জন এই বাড়ি পাবে।  আগামি ২০ তারিখে প্রধান মন্ত্রী শেখ হাসিনা একযোগে দেশে নির্মাণাধীন সব বাড়ি উদ্ধোধন করবেন। 


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728