সাভারে ১৩ জন মাদক ব্যবসায়ী ও ৩ প্রতারক আটক ||rajshahirdorpon24
সাভারে ১৩ জন মাদক ব্যবসায়ী ও ৩ প্রতারক আটক |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব ৪। র্যাব ৪ জানায়,গোপন সংবাদের ভিতিত্বে রাতে গুলশান এলাকায় অভিযান চালায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
এসময় মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল, আনিসুল হক, মুর্তুজা, স্বপন মিয়া, আল আমিন তালুকদার, মঈন, জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম, জাহেদুল ইসলাম, সাজেদুল ইসলাম, তরিকুল ইসলাম, ওমর ফারুক ও কালাম মিয়াসহ ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১১৬ ক্যান বিয়ার,১৬০ বোতল বিদেশী মদ, মাদক বিক্রির নগদ ১,৬২,৬০ টাকা ও ২২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অন্যদিকে রাজধানীর মিরপুর এলাকায় একটি মিনি ট্রাকে অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেনকে আটক করেছে র্যাব।
এদিকে রাজধানীর শাহ্আলী থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও প্রতারক আব্দুল মোমিন, মিলন ও আব্দুর রহমানকে আটক করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে ১৪ টি নিয়োগপত্র, ১১ টি টাকা জমাদানের রশিদ, ২১ টি বিভিন্ন ধরনের আইডি কার্ড, ০৩ টি বিভিন্ন ব্যাংকের চেক বই, ২২ টি মোবাইল, ২২ টি ভিজিটিং কার্ড এবং নগদ-১৬,৭৩৪/- টাকা উদ্ধার করা হয়।
এবিষয়ে র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আটক অপরাধীদের বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
No comments