জমে উঠেছে আড়ানী পৌরসভার ৩নং ওয়ার্ডের খোরশেদ আলমের গণসংযোগ ।। Rajshahirdorpon24
নিজস্ব প্রতিবেদক :
জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন । গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ভোটের দিন পর্যন্ত এমন পরিবেশ থাকলে তাঁরা ভোটকেন্দ্রে যাবেন। আড়ানী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে খোরশোদ আলমের পক্ষে পৌর এলাকায় জমির আলী মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন খোরশেদ আলমকে ভোট চাওয়ার পাশা-পাশি প্রতিদিন বিভিন্ন পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন । তাঁর এই মিছিলে যোগ দিচ্ছেন হাজার নারী-পুরুষ।
রবিবার বিকেলে আড়ানী হামিদকুড়া গ্রামে ঘুরে দেখা যায়, ভোটারদের খোরশেদ আলম তাঁর নির্বাচিত এলাকা বিভিন্ন ,পাড়া-মহল্লায় গনসংযোগ করছেন। ঘুরছেন ভোটারদের দারে-দারে। এ থেকে তিনি আশার আলো শুনতে পাচ্ছেন ভোটারদের মুখে থেকে। ৩নং এর বাসিন্দা ইছা হক বলেন, এবার ভোট করেছি খোরশেদ আলমের । এবার বিপুল ভোটে জয় লাভ করবে ইনশাল্লাহ। ৩নং ওয়াডের বাসিন্দারা বলেন, খোরশেদ আলম আলম একজন ভালো মানুষ, এবার তারা জয়ের স্বপ্ন দেখছেন। রবিবার বিকেলে আড়ানী হামিদকুড়া গ্রামে নারী-পুরুষ এর ঢল। খোরশেদ আলমের পক্ষে তারা উট পাখি মার্কা ম্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানের মধ্যে একটি কথা উঠে আসছে, খোরশেদ আলম ভাই যেখানে আমরা আছি সেখানে ১৬ তারিখ সারা দিন উট পাখি মাকায় ভোট দিন।
খোরশেদ আলম বলেন, আদর্শ সমাজ গঠনে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন আড়ানী পৌরসভা নির্বাচনে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি সকলের দোয়া ও ভোট প্রত্যাশী। অত্র ৩নং ওয়ার্ডের দীর্ঘদিনের চিহ্নিত সমস্যা নির্মূলসহ মাদক, সন্ত্রাস নির্মূলে চেষ্টা করব,এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও মাদক নির্মুল এর উপর সর্বোচ্চ জোর দিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।##
No comments