সাভারে ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ী আটক!|| rajshahirdorpon24
ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ী আটক |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে ৭৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।
মঙ্গলবার (৫ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-আব্দুল কাদের, লিটন বিশ্বাস, সুমন হোসেন, আলম শিকার।
র্যাব জানায়, ওই চার মাদক ব্যবসায়ী মিরপুরের পাইকপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যানে করে ফিন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালায় র্যাব ৪। এসময় র্যাব পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে ৭৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘ দিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে অভিনব পদ্ধতিতে মিনি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ চেম্বারের মাধ্যমে ফেন্সিডিল বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছে।
তাদের বিরুদ্ধে সংশ্রিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব ।
No comments