আশুলিয়ায় ৬ প্রতারককে আটক করলো র্যাব ||rajshahirdorpon24
আশুলিয়ায় ৬ প্রতারককে আটক করলো র্যাব |
মো শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় চাকুরী দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চার প্রতারককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। অন্যাদিকে ধামসোনা ইউনিয়নের ভাদাইলে র্যাব-৪ এর বিশেষ অভিযানে জাল টাকা ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (১০ জানুয়ারি) রাতে আশুলিয়ার তানহা এসোসিয়েটস লিমিটেড নামের একটি কোম্পানী অফিসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব ৪।
র্যাব ৪ জানায়, আশুলিয়ার ওই চাকুরী দেওয়ার কোম্পানীটি ভুয়া বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন নামী দামী প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার কথা বলে প্রতারণা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো।
পরে সাধারণ মানুষ চাকুরী না পেয়ে র্যাব ৪ এর কাছে অভিযোগ করলে ওই কোম্পানীর অফিসে গোপন সংবাদের ভিতিত্বে অভিযান চালিয়ে প্রতারক সবুজ আলী, শাওন মহলদার, মাহবুব আলম ও আমিরুল ইসলামকে আটক করে। এসময় একটি ল্যাপটপ,কয়েকটি মোবাইল ফোন, নানা সামগ্রীসহ ১৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। আটক প্রতারকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব ৪।
অন্যাদিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলে র্যাব-৪ এর বিশেষ অভিযানে জাল টাকা ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যার। এসময় জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ ১ লাখ ৪৪ হাজার ৬শ টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করা হয়েছে।
No comments