তানোরে ত্রাণের কম্বল আত্মসাতের অভিযোগ ||rajshahirdorpon24
তানোরে ত্রাণের কম্বল আত্মসাতের অভিযোগ |
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনের বিরুদ্ধে ত্রাণের কম্বল (শীতবস্ত্র) আত্মসাতের অভিযোগ উঠেছে। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় সৃস্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড় বিরাজ করছে উত্তেজনা। অন্যদিকে এই কম্বল কেলেঙ্কারি টক অবদ্যা তানোরে পরিনত হয়ে উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ হতদিরদ্ররা চেয়ারম্যানের শাস্তির দাবিতে কোথাও তার কুশপুত্তলিকা দাহ্ করেছে।
জানা গেছে, চলতি অর্থবছরে কলমা ইউপির হতদরিদ্র জনগোষ্ঠির শীতার্তদের মাঝে বিতরণের জন্য স্থানীয় সাংসদের বিশেষ বরাদ্দের ২৫০টি কম্বল বরাদ্দ ও সকল ইউপি সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে তালিকা প্রণয়ন ও বিতরণ করতে বলা হয়। কিন্ত্ত এসব কম্বলের কোনো হদিস নাই, বিতরণ করা হয়েছে কি না সেটাও কেউ বলতে পারছেন না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, কথিত আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলামের সঙ্গে আলোচনা করে তার দেয়া তালিকা অনুযায়ী সেভেনস্টার গ্রুপের অনুগতদের মাঝে এসব কম্বল বিতরণ করেছে চেয়ারম্যান। কলমা ইউপির সদস্য তরিকুল ইসলাম বলেন, কম্বলের বিষয়ে তারা কিছুই জানেন না, তাদের কিছু জানানো হয়নি।
তিনি আরো বলেন, উপনির্বাচনের পর বিভিন্ন প্রকল্পের অনুকুলে প্রায় কোটি টাকা বরাদ্দ এসেছে,তবে তেমন কোনো উন্নয়ন কাজ হয়নি,এমনকি মাতৃত্বকালীন, বয়স্ক, বিধবা ইত্যাদি কার্ড বিতরণেও নয়ছয় করা হয়েছে। ইউপি সদস্য আবু সাঈদ ও তাজিমুদ্দিন বলেন, কম্বল গোপণে চেয়ারম্যান বিতরণ করেছেন বললেও কোনো মাস্টার রোল নাই তাদের এবিষয়ে কিছুই জানানো হয়নি।
এবিষয়ে জানতে চাইলে কলমা ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, বিভিন্ন এলাকার ব্যারাম্যা ও বয়স্ক আদিবাসিদের মাঝে কম্বল বিতরণ করে মাস্টার রোল করা আছে। তবে সব ওয়ার্ডে সমান বিভাজন করা হয়নি বলে তিনি স্বীকার করেছেন।
এব্যাপারে তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) তারিকুল ইসলাম বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
No comments