স্বাস্থ্য সেবায় সৃজনশীল এ্যাওয়ার্ড পেলেন ডা. সায়েমুল হুদা ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
স্বাস্থ্য সেবায় সৃজনশীল এ্যাওয়ার্ড পেলেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। শুক্রবার (২২ জানুয়ারি) রাতে সৃজনশীল সাংবাদিকতার প্রাণকেন্দ্র আশুলিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এই প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি সায়েমুল হুদাকে প্রেসক্লাবের পক্ষ থেকে এই এ্যাওয়ার্ড প্রদান করেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভূতপূর্ব আতশবাজি প্রদর্শনীর ভিতর দিয়ে সম্পন্ন হওয়া আশুলিয়া প্রেসক্লাবের ২০২১-২০২২ ইং কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান জহিরুল ইসলাম লিটনের সঞ্চালনায় এবং সভাপতি মোজাফফর হোসাইন জয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ্যাওয়ার্ড প্রাপ্তির ব্যাপারে ডা. সায়েমুল হুদা জানান, ভালোবাসা ও শ্রদ্ধার আরেক নাম ডা. মোঃ এনামুর রহমান এম.পি। মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী আশুলিয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা। সৃজনশীল সাংবাদিকতায় বিশ্বাসী আশুলিয়া প্রেসক্লাবের কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথির হাত থেকে আশুলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার কে সংবর্ধনা প্রদান করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং সাভারবাসীকে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদানে আমরা সচেষ্ট থাকবো।
অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম কামরুজ্জামান (পিপিএম), প্রমুখ সহ অন্যরা।
No comments