নব-নির্বাচিত মেয়র সাইদুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ ||rajshahirdorpon24
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভা নব-নির্বাচিত মেয়র সাইদুর রহমান মুন্ডুমালা পৌরসভার দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচনের মাঠে তিনি ছিলেন প্রতিদন্দি তবে নির্বাচিত হবার পর তিনি সকলের প্রতিনিধি, কে তাকে ভোট দিয়েছে কে দেয়নি এসব এখন বিবেচ্য নয় তিনি পৌরবাসীর কাছে কৃতজ্ঞ, তিনি পৌরসভার সকল মানুষের সহযোগীতা নিয়ে আগামিতে পথ চলতে চান এই জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থী।
প্রসঙ্গত,৩০ জানুয়ারী শনিবার মুন্ডুমালা পৌরসভা
নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান (জগ) প্রতিক নিয়ে ৫ হাজার ৪৫৯ ভোট ও আমির হোসেন আমিন নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৯৮ ভোট এতে বে-সরকারী ভাবে ৬১ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান।
এর আগে কঠোর নিরাপত্তার মধ্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত্য বিরতিহীন ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট প্রদান করেছেন।
No comments