পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়ায় দুই জনের মরদেহ উদ্ধার ||rajshahirdorpon24
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে অজ্ঞাত এক যুবকসহ দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (৭ জানুয়ারি) রাতে আশুলিয়ার পলাশবাড়ি ও সাভারের গেন্ডা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানায়, রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার একটি ড্রেনে অজ্ঞাত (৩৪) পরিচয় এক যুবকের ক্ষত বিক্ষত লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। অজ্ঞাত ওই যুবকের হাতের পাঁচটি আঙ্গুল কাঁটা রয়েছে। পুলিশের ধারণা অজ্ঞাত ওই যুবককে হত্যা করে লাশ গুম করার জন্য দুর্বৃওরা তার লাশ ড্রেনে ফেলে যায়।
অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ড থেকে কাউছার বিন হাসান নামের (২২) এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কলেজ ছাত্র আশুলিয়ার স্থানীয় বেপজা স্কুল এন্ড কলেজের ছাত্র ছিলো। সে আশুলিয়ার ভাদাইল এলাকার সুরুজ মিয়ার ছেলে। পুলিশ বলছে,নিহত ওই যুবক বাস চাপায় মারা গেছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, এঘটনায় সাভার ও আশুলিয়া থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments