ভারত থেকে ৩৫ লক্ষ করোনার টিকা এসেছে: ত্রাণ প্রতিমন্ত্রী ||rajshahirdorpon24
ভারত থেকে ৩৫ লক্ষ করোনার টিকা এসেছে: ত্রাণ প্রতিমন্ত্রী |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
ভারত থেকে ৩৫ লক্ষ করোনার টিকা বাংলাদেশে এসেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) দুপুরে সাভারের তালবাগ এলাকায় স্থানীয় সাভার পৌরসভার কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন, এর মধ্যে বিশ লক্ষ টিকা ভারত সরকারের উপহার স্বরুপ ও ১৫ লক্ষ টিকা অর্থের বিনিময়ে এসেছে। স্বাধীনতার সময় বাংলাদেশের মানুষকে ভারত আশ্রয় দিয়ে বন্ধুত্বের কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
No comments