রাজশাহী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নানা আয়োজনে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ||rajshahirdorpon24
রাজশাহী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নানা আয়োজনে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত |
স্টাফ রিপোর্টার:
রাজশাহীর বাঘায় মোঃসুজন আলী সাংগঠনিক সম্পাদক রাজশাহী জেলা ছাত্রলীগ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সোমবার বেলা ১১টায় বাঘায় বঙ্গবন্ধু চত্বরে পুষ্প অর্পণ ও বিকেলে ৪ টায় কেশবপুর স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ ছাত্রলীগের পতাকা এবং বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। আলোচনা সভা শুরু হয়।শেষে কেক কেটে এ দিবসটি পালন করা হয়।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজন আলী বক্তিতায় বলেন, ১৯৪৮ সালে ৪ ঠা জানুয়ারি জাতির পিতার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল থেকে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়! তিনি ছাত্রলীগের নানা ঐতিহ্য তুলে ধরে বক্তৃতা করেন। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য দাদার বক্তৃতা যে কোনো অপরাধীর ঠাই হবেনা এছাড়া বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের নানা চিত্র ধরে বক্তৃতা করেন। জেলা ছাত্রলীগ নেতা সুজন আলী।
এ সভা থেকে আরও ঘোষণা দেন চারঘাট-বাঘার মাটি ও মানুষের নেতা সফল পররাষ্ট্র প্রতিমন্ত্রী জননেতা শাহরিয়ার আলম এম,পি ভাইয়ের ডাকে সাড়া দিতে প্রস্তুত রয়েছেন বলে এ আশাব্যক্ত করেন। এ ছাড়া আগামী দিন মাদক মুক্ত সমাজ গঠনে ভুমিকা রাখার জন্য ছাত্রলীগ নেতা কর্মির প্রতি আহবান জানান।
সভায় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান , ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাইদুল সেখ, আওয়ামী লীগ নেতা হায়দার আলী,শিক্ষক আনোয়ার হোসেন,বাবুল গুপি এবং বাঘা শাহদৌলা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি শিমুল, ছাত্রলীগ নেতা রুবেল, বুলবুল, শিলন,আলমগীর,সোহাগ,সেলিম, রিদয়,মাসুদ সহ ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ। সভা শেষে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষির্কী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ। এসময় এক আনান্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়। নানা আয়োজনে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
No comments