Header Ads

  • সর্বশেষ খবর

    মহাসড়কে থ্রি-হুইলার চলাচল দূর্ঘটনার অন্যতম কারণ !||rajshahirdorpon24

     


    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:

    মহাসড়কে যেকোনো ধরণের থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ হলেও প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রী সহ অবাধে চলাচল করছে এসব যানবাহনগুলো। বুধবার (২৭ জানুয়ারি) সরেজমিন ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর, জাহাঙ্গীরনগর বিশমাইল এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল ও পল্লী বিদ্যুত এলাকায় এসব থ্রি-হুইলারগুলোকে অবাধে চলাচল করতে দেখা গেছে।


    এভাবে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল করায় প্রায়ই উল্লেখিত জায়গাগুলোতে ঘটছে দূর্ঘটনা, সাধারণ যাত্রী এবং চালকেরা হারাচ্ছেন প্রাণ।

    প্রসঙ্গত, বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪৭ নং আইনের ৪৬(৪) এ স্পষ্ট বলা আছে,

    (৪) কোনো ব্যক্তি ত্রুটিপূর্ণ, ঝুঁকিপূর্ণ বা নিষিদ্ধ ঘোষিত বা বিধি-নিষেধ আরোপকৃত বা সড়ক বা মহাসড়কে চলাচলের অনুপযোগী কোনো মোটরযান চালনা বা চালনার অনুমতি প্রদান করিবেন না। এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘সড়ক বা মহাসড়কে চলাচলের অনুপযোগী’ অভিব্যক্তি অর্থে নসিমন, করিমন, ভড-ভডি, ইজি-বাইক, মোটরচালিত রিক্সা বা ভ্যান, বা অনুরূপ শ্রেণির থ্রি-হুইলার এবং সরকার বা কর্তৃপক্ষ কর্তৃক, সময় সময়, নিষিদ্ধ বা বিধি-নিষেধ আরোপকৃত অনুরূপ যে কোনো যানবাহনকে বুঝাইবে।


    তবে সাভার হাইওয়ে থানা (গাজীপুর রিজিয়ন) দৈনন্দিন কার্যক্রমে মহাসড়কে নিয়মিত টহল দিয়ে গেলেও, থ্রি-হুইলার চলাচল বন্ধ করতে পারছে না।


    এব্যাপারে মুঠোফোনে সাভার হাইওয়ে থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উপ-পরিদর্শক মোঃ মোসলেম উদ্দিন জানান, আমরা আপ্রাণ চেষ্টা করছি মহাসড়ক থেকে থ্রি-হুইলার চলাচল বন্ধ করতে। তারপরও কিছু থ্রি-হুইলার চলাচল করছে। তবে এব্যাপারে আমরা কঠোর ভূমিকা নিচ্ছি, চালকদেরকে সচেতন করার পাশাপাশি আইন অনুযায়ী জরিমানার ব্যবস্থা করছি।


    তবে আইনের প্রতি তোয়াক্কা না করে মহাসড়কে অবাধে নিষিদ্ধ থ্রি-হুইলার চলাচল বন্ধ না করা গেলে, মহাসড়কে প্রাণহানির হার কমানো যাবে না বলে মন্তব্য করেছেন সচেতন সাধারণ যাত্রীসকল।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728