Header Ads

  • সর্বশেষ খবর

    কাউন্সিলর মন্টুর চরম ইমেজ সঙ্কট ||rajshahirdorpon24

     

    কাউন্সিলর মন্টুর চরম ইমেজ সঙ্কট 

    তানোর(রাজশাহী) প্রতিনিধি:

    রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন মন্টুর চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, একটি প্রতিষ্ঠানে সভাপতির দায়িত্ব নিয়ে নিয়োগ বাণিজ্য, দীর্ঘ প্রায় ১০ বছর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করলেও দৃশ্যমান তেমন কোনো উন্নয়ন করতে না পারা এবং মসজিদের উন্নয়নের নামে ১২টি  খাস পুকুর ইজারা দিয়ে সেই অর্থ মসজিদে না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠায় তিনি অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে দেখা দিয়েছে চরম ইমেজ সঙ্কট।এছাড়াও বিগত নির্বাচনে বির্তকিত ফলাফল ঘোষনায় তিনি  বিজয়ী  হলেও সাধারণ মানুষ সেটা এখানো মেনে নিতে পারেনি। 

    এদিকে ওয়ার্ডের জনসাধারণ এতোটাই ক্ষুব্ধ যে তার পরাজয় ঘটাতে ৪ জন প্রার্থী দিয়েছে। এসব বিবেচনায় নাগরিকগণ এবার নতুন মুখের তরুণ নেতৃত্ব প্রত্যাশা করছেন।এছাড়াও তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তবে করোনা দুর্যোগ ও সাংগঠানিক কর্মকান্ড গতিশীল করতে তেমন কোনো ভুমিকা রাখতে পারেননি এবং এমপি ও এমপিবিরোধী উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রক্ষা করে চলেছেন বলেও জনশ্রুতি রয়েছে।এসব কারণে তার নির্বাচনে বিজয়ী হওয়া অনেকটা অনিশ্চিত বলে সাধারন ভোটারগণ মনে করছেন।

    এবিষয়ে জানতে চাইলে মোহাম্মদ হোসেন মন্টু সব অভিযোগ অস্বীকার করে বলেন, জনগণ তার সঙ্গে রয়েছে তিনি আবারো বিপুল ভোটে নির্বাচিত হয়ে অসাপ্ত কাজগুলো সম্পুর্ণ করবেন বলে আশাবাদী।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728