Header Ads

  • সর্বশেষ খবর

    সাভারে পৌরসভা ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে প্রার্থীদের উঠান বৈঠক ||rajshahirdorpon24

     


    মো শান্ত খান সাভার প্রতিনিধি:

    আসন্ন ঢাকা  জেলা, সাভার  পৌরনির্বাচনে বিরামহীন ভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ৫ নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী এম এম জাহেরুল আহসান ফারুক । তিনি নির্বাচনী প্রচারণার পাশাপাশি ইভিএম পদ্ধতিতে কীভাবে ভোট দিতে হবে সে বিষয়ে সাধারণ ভোটারদেরকে সচেতন করছেন।তিনি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে নির্বাচনী প্রচারনার কাজ চালিয়ে যাচ্ছেন।


    এম এম জাহেরুল আহসান ফারুক একজন তরুন, মেধাবী, সৎ ও যোগ্যবান প্রার্থী।তিনি ডালিম  প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ৫ নং ওয়ার্ডবাসীর কাছে ভোটের জন্য তাদের দাড়ে দাড়ে ঘুরছেন। স্থানীয় ভোটারদের কাছ থেকে জানা যায়, আমাদের ৫ নং ওয়ার্ডে  ৬ জন কাউন্সিলর প্রার্থী হিসেবে লড়ে যাচ্ছেন! ৬ জনের প্রার্থীর মধ্যে  এম এম জাহেরুল আহসান ফারুক একজন তরুন, সৎ ও মেধাবী।আমরা ভোটার হিসেবে যতটুকু দেখছি এবং শুনেযাচ্ছি এম এম জাহেরুল আহসান ফারুক  জনমতের দিক দিয়ে এগিয়ে রয়েছে। এম এম জাহেরুল আহসান ফারুক  আমাদের অত্যন্ত আদরের! আমরা চাই আমাদের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে  এম এম জাহেরুল আহসান ফারুক  জয়যুক্ত হবে। 


    কাউন্সিলর প্রার্থী এম এম জাহেরুল আহসান ফারুক  বলেন, আমি জনগনের সমর্থন নিয়ে নির্বাচনে নেমেছি। মহামারী করোনাকালীন সময় আমি সুবিদা বঞ্চিত মানুষের ঘরে ঘরে খাবার পৌছিয়ে দিয়েছি। আমি সর্বদায় অসহায় মানুষের খুজ-খবর নিয়ে থাকি। আমি যতটুকু জানি আমার ৫নং ওয়ার্ডের জনগন আমাকে অত্যন্ত ভালোবাসে। আর সেই ভালোবাসার শক্তি নিয়ে আমি নির্বাচনের মাঠে  ডালিম প্রতীক নিয়ে নেমেছি। ইনশাআল্লাহ্ আমি নির্বাচিত হবো। আর আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ৫ নং ওয়ার্ডবাসীকে একটি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ডিজিটাল ওয়ার্ড উপহার দিবো।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728