Header Ads

  • সর্বশেষ খবর

    এম,এম জাহেরুল আহসান ফারুক ডালিম মার্কা আস্থা সাভার পৌর ৫ নং ওয়ার্ডবাসীর ||rajshahirdorpon24

     

    এম,এম জাহেরুল আহসান ফারুক ডালিম মার্কা আস্থা সাভার পৌর ৫ নং ওয়ার্ডবাসীর 


    মোঃ শান্ত খান সাভার  প্রতিনিধি :

    সাভার পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন সাভার পৌরসভার বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সভাপতি এম,এম জাহেরুল আহসান ফারুক। এবার তিনি ডালিম মার্কা   নির্বাচন করবেন।  সাভার সরকারি কলেজ নির্বাচন কমিশন অফিস থেকে তিনি ডালিম মার্কা  গ্রহণ করেন। 


    নির্বাচন কমিশন অফিস থেকে প্রতীক গ্রহণের পর সমাজসেবক এম,এম জাহেরুল আহসান ফারুক জানান, গরীব দুঃখী মেহনতি মানুষের আস্থা ও ভালোবাসার মার্কা ডালিম  আমি পেয়েছি। এই মার্কা নিয়ে নির্বাচিত হলে ৫ নং ওয়ার্ডকে গ্রিন ওয়ার্ড ও ক্লিন ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।


    তিনি আরও বলেন, ৫ নং ওয়ার্ডের সাধারণ জনগণ সম্পূর্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত। নির্বাচিত হলে তিনি পানির সংকট নিরসন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, রাস্তা-ঘাট, ড্রেনেজ-কালভার্টের উন্নয়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন বন্ধে পদক্ষেপ গ্রহণ, সিসি ক্যামেরা স্থাপন, ওয়ার্ডবাসীকে ফ্রি ওয়াই-ফাই এর আওতায় আনা, বর্জ্য নিস্কাশনে স্থায়ী সমাধান, জলাবদ্ধতা দূরীকরণ, মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ মাঠের উন্নয়ন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও ভিজি এফ কার্ড সঠিক উপায়ে বন্টন, বস্তিবাসীর উন্নয়ন, ডিজিটাল ওয়ার্ড গঠন, দুর্নীতি ও দখলমুক্ত, মাদক ও সন্ত্রাস মুক্ত ওয়ার্ড বিনির্মাণ, সামাজিক সংগঠনে উন্নয়ন ও যুব সমাজের উন্নয়নে সর্বোচ্চ ত্যাগ শিকার করে কাজ করে যাবেন। 


    তিনি নিজেকে সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ডবাসীর একজন সেবক হিসেবে উল্লেখ করে সকলের সহযোগিতা, দোয়া ও মূল্যবান ভোট কামনা করেন।


    উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728