আড়ানী পৌর: আওয়ামী লীগের নির্বাচনী অফিস উদ্বোধন||rajshahirdorpon24
![]() |
আড়ানী পৌর: আওয়ামী লীগের নির্বাচনী অফিস উদ্বোধন |
স্টাফ রিপোর্টার:
আড়ানী পৌরসভা (রুস্তমপুর) ৯নং ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী অফিস উদ্বোধন করেছেন। শুক্রবার বিকেলে আড়ানী পৌরসভা ৯নং ওয়ার্ড রুস্তমপুর বাজারে ফিতাকেটে নেতাকর্মীদের উপস্থিতিতে অফিস উদ্বোধন করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ শহীদুজ্জামান (শহীদ) ।
এসময় উপস্থিত ছিলেন ,মাহাতাব উদ্দিন সাধারণ সম্পাদক (আড়ানী পৌরঃ ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ),সভাপতি মোঃ আজিবর রহমানর।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃজয়নাল আবেদিন, (সভাপতি আড়ানী পৌরঃ ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ), মোঃ মতিউর রহমান মতি (সাধারণ সম্পাদক আড়ানী পৌরঃ আওয়ামীলীগ),মোঃকামরুজ্জামান নিপ্পন (সভাপতি বাঘা উপজেলা যুবলীগ), মোঃ নাজমুল হোসেন (সাধারণ সম্পাদক বাঘা উপজেলা ছাত্রলীগ), মোঃ কামরুজ্জামান জুয়েল (সভাপতি আড়ানী পৌরঃ যুবলীগ), মোঃ ওয়াসিম মন্ডল (সাধারন সম্পাদক রুস্তমপুর ইয়ুথ ক্লাব), মোঃ আবুল হাসান (সহ-সম্পাদক বাঘা উপজেলা ছাত্রলীগ ), রিদয় সরকার (সাবেক সভাপতি আড়ানী পৌরঃ ৯নং ওয়ার্ড ছাত্রলীগ), মোস্তাক আহমেদ (সাবেক সাধারণ সম্পাদক আড়ানী পৌরঃ ৯নং ওয়ার্ড ছাত্রলীগ) । বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসব নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করবেন বলে প্রতিজ্ঞা করেছেন।#
No comments