Header Ads

  • সর্বশেষ খবর

    আশুলিয়ায় ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ১১ প্রতারক আটক ||rajshahirdorpon24

     

    আশুলিয়ায় ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ১১ প্রতারক আটক 


    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:

    ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের ১১ প্রতারককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়। রোববার (১৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চত করেন র‌্যাব-৪ সিপিসি-২ সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এইচ আদনান তফাদার। এর আগে একইদিন বিকেল ৫ টার দিকে আশুলিয়ার গাজীরচট ইউনিক বাসস্ট্যান্ড এলাকার দ্বীন ইসলাম প্লাজার ৫ম তলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।


    আটকরাকৃতরা হলেন- মো. ফাহিম রহমান (২২),মো. রবিউল (২০), মো. সাব্বির হোসেন (২২), মো. সবুজ মিয়া (১৮), মো. সাব্বির (১৮), মো. হারুন মিয়া (১৯), মো. হিমেল মিয়া(১৮), সোনিয়া আক্তার (২১), মৌসুমী (২৪), ফারজানা আক্তার (১৮), রোকেয়া আক্তার (১৮)।


    র‌্যাব জানায়, মীম ফোর্স গার্ড লিমিটেড নামের একটি ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত নিরীহ চাকরি প্রার্থীদের চাকুরী দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ হতে ২৫ হাজার টাকা করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। তারা চাকুরী প্রার্থীদের ট্রেনিং দেওয়ার নাম করে আশুলিয়ার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে আটক করে মারধোর করতো। চাকুরি প্রার্থীদের তারা আরও চাকুরি প্রার্থী সংগ্রহ করে আনতে বলতো এবং এজন্য তারা তাদের লোভ দেখাতো যে লোক যত সংগ্রহ করে দেওয়া যাবে তত বেশি কমিশন পাওয়া যাবে। লোক সংগ্রহ করে না দিলে তারা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করতো।

    এসময় মীম ফোর্স গার্ড লিমিটেড এর ৫টি আইডি কার্ড, মীম ফোর্স গার্ড লিমিটেড এর ২০টি অঙ্গীকারনামা, ১৯টি ভেরিফিকেশন ফরম, চাকুরী হতে অব্যাহতিপত্র ৪টি, আবেদন ফরম ২১টি, ট্রেনিং এর জন্য আবেদন ফরম ২২টি, চাকুরী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ২৫টি, ১টি মনিটর ও ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।


    র‌্যাব-৪, সিপিসি-২ সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এইচ আদনান তফাদার জানান, মীম ফোর্স গার্ড লিমিটেড নামে এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে নিরীহ চাকরি প্রার্থীদের চাকুরী দেওয়ার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। তারা চাকুরী প্রার্থীদের ট্রেনিং দেওয়ার নাম করে আশুলিয়ার বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে চাকুরি প্রার্থীদের আটক করে মারধোরও করতো। তাদের বিরুদ্ধে প্রতারণার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে৷

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728