Header Ads

  • সর্বশেষ খবর

    সাভারে চাকুরি দেয়ার নামে প্রতারণার দায়ে নারীসহ আটক ৪ ||rajshahirdorpon24

     

    ফাইল ফটো

    মো শান্ত খান সাভার প্রতিনিধি:

    চাকুরি দেয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারীসহ চার প্রতারককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব- ৪।


    সোমবার (৪ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।


    পুলিশ জানায়, সাভারের আনন্দপুর মহল্লায় একটি প্রতারক চক্র বিভিন্ন নিরীহ মানুষকে বেশী বেতনে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার নাম করে দীর্ঘ দিন ধরে টাকা হাতিয়ে নিচ্ছিলো। পরে শাকিল আহমেদ নামের এক যুবককে চাকুরী দেয়ার কথা বলে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিলে সে চাকুরী না পেয়ে র‌্যাব ৪ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করলে র‌্যাব প্রতারক চক্রটিকে ধরতে মাঠে নামে।


    পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে প্রতারক শাহারা বানু (৩৫),মশিউর রহমান (২১),রবিউল ইসলাম রবি (২১),মিস সাবিনা ইয়াসমিন (১৮)। পরে র‌্যাব আটক চার প্রতারকের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।


    এবিষয়ে সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল বলেন,আটক চার প্রতারককে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728