রাজশাহীর গোদাগাড়ী পৌর নির্বাচনে মনিরুল এগিয়ে ||rajshahirdorpon24
রাজশাহীর গোদাগাড়ী পৌর নির্বাচনে মনিরুল এগিয়ে |
আলিফ হোসেন,তানোর
রাজশাহীর গোদাগাড়ী পৌর নির্বাচনে প্রতিষ্ঠিত নেতৃত্বকে বঞ্চিত করে নতুন ও দুর্বল নেতৃত্ব মনোনয়ন দেয়া হয়েছে বলে তৃণমুলে অভিযোগ উঠেছে। আর দুর্বল মাঝির কারণে মুন্ডুমালা পৌর নির্বাচনে নৌকার ডুবির পর এবার গোদাগাড়ী পৌর নির্বাচনে নৌকাডুবির আশঙ্কায় নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে। এতে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা ও কর্মী-সমর্থকদের হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ, জনমনেও দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া বইছে মুখরুচোক নানা গুন্জন।
গোদাগাড়ী পৌর নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাস (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মেয়র মনিরুল ইসলাম বাবু (খেজুরগাছ) প্রতিক নিয়ে প্রতিদন্দিতা করছেন। নির্বাচনের মাঠে বিজয়ী হবার দৌড়ে স্বতন্ত্র প্রার্থী মেয়র মনিরুল ইসলাম বাবু অন্যদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন। কারণ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি আওয়ামী লীগসহ অন্যান্য দলেরও ভোট পাবেন। এছাড়াও নির্বাচনের মাঠে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের পরাজয় বুঝতে পারলে মনিরুল ইসলাম বাবুকে সমর্থন করতে পারেন বলেও জনমনে আলোচনা রয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের রাজনীতিতে প্রতিষ্ঠিত, কর্মী-জনবান্ধব, অপ্রতিদন্দী ও পরীক্ষিত নেতৃত্ব মেয়র মনিরুল ইসলাম বাবুকে বঞ্চিত করে আসন্ন পৌর নির্বাচনে দুর্বল নেতৃত্ব পৌর আওয়ামী লীগের সভাপতি অয়েজ উদ্দিন বিশ্বাসকে নৌকার মনোনয়ন দেয়ায় তৃণমুলের নেতা এবং কর্মী- সমর্থকদের মাঝে এসব ক্রিয়া-প্রতিক্রিয়া ও ক্ষোভ অসন্তোষের সুত্রপাত হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
তৃণমুলের ভাষ্য,গোদাগাড়ী পৌরসভা এক সময় ছিল জামায়াত-বিএনপির আঁতুড়ঘর। স্থানীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী তার রাজনৈতিক দুরদর্শীতায় মনিরুল ইসলাম বাবুকে দিয়ে আওয়ামী লীগ প্রথম বারের মতো পৌর মেয়রের চেয়ার দখল করেন। স্থানীয় সাংসদের সহায়তায় মেয়র বাবু জামায়াত-বিএনপির আঁতুড়ঘর তছনছ করে আওয়ামী লীগের বসতঘরে পরিনত করে।
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনের যে পরিবেশ ও অবস্থান বিরাজমান তাতে কেবলমাত্র দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া অনেকটা দুরুহ, কারণ এখন নির্বাচনী বৈতরণী পার হতে গেলে প্রার্থীর নিজস্ব ভোট ব্যাংক, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ, বিশস্ত কর্মী বাহিনী ও আর্থিক স্বচ্ছলতা ইত্যাদি প্রয়োজন।
তবে মেয়র মনিরুল ইসলাম বাবু এসব গুনের অধিকারী হলেও এই ক্ষেত্রে অয়েজ উদ্দিন বিশ্বাস অনেকটা দুর্বল বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের অভিমত এসব বিবেচনায় অয়েজ উদ্দিন নৌকার প্রার্থী হলেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই। আবার স্বতন্ত্র প্রার্থীদের কাছে নৌকার প্রার্থী পরাজিত হচ্ছে বলে আওয়ামী লীগের জনসমর্থন বা জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এমনটি নয় বরং ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে আওয়ামী লীগের জনসমর্থন বা জনপ্রিয়তা আশাব্যন্জক ভাবে বৃদ্ধি পেয়েছে।কিন্ত্ত শুধুমাত্র দুর্বল প্রার্থীর কারণে নৌকার পরাজয় হচ্ছে।
এদিকে হেভিওয়েট মনিরুল ইসলাম বাবুর বিকল্প অয়েজ উদ্দিনকে অনেকে দুর্বল প্রার্থী ভাবছে, আর দুর্বল প্রার্থীর কারণে গোদাগাড়ী পৌর নির্বাচনে নৌকা ডুবির আশঙ্কা করছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও আওয়ামী লীগের দদায়িত্বশীল কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি
No comments