তানোর পৌর নির্বাচনে ফ্যাক্টর 'বিশ্বাস' ||rajshahirdorpon24
ফাইল ফটো |
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোর পৌর নির্বাচনে নৌকার জয়-পরাজয়ে মেইন ফ্যাক্টর হয়ে উঠেছে প্রার্থীর ব্যক্তি ইমেজ, সাংগঠনিক দক্ষতা ও 'বিশ্বাস'। জানা গেছে, গত ৩০ জানুয়ারী মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে স্থানীয় সাংসদের জনপ্রিয়তা ও উপজেলা চেয়ারম্যানের নির্বাচনী কৌশল কাজে লাগিয়ে দুর্বল প্রার্থী নিয়েও
জয়ের দ্বারপ্রান্তে এসেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক নৌকার সঙ্গে বেঈমানী করে তীরে আশা তরী ডুবিয়েছে বলে মনে করছে তৃণমুল।
নৌকার সঙ্গে তাদের বেঈমানীর কারণে নৌকা এখানে
মাত্র ৬১ ভোটে স্বতন্ত্র জগ প্রতিকের কাছে পরাজিত হয়। অথচ আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানীর নিজস্ব ভোট কেন্দ্র চুনিয়াপাড়া স্কুলে রাব্বানী নৌকার সঙ্গে বেঈমানি করে ৫৬১ ভোটে নৌকার পরাজয় ঘটায়।
এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারী তানোর পৌরসভা নির্বাচনেও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সেই আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা বলছে, পৌরসভার ৬ নম্বর আমশো ও ৩ নম্বর চাপড়া ওয়ার্ডে কথিত অনেক ত্যাগী নেতার বাস তবে এখানেই হবে নৌকার সর্বনাশ এই আশঙ্কায় আওয়ামী লীগের মুল ধারার আদর্শিক নেতাকর্মীরা শঙ্কিত হয়ে পড়েছে। তৃণমুল বলছে, কথিত বিশ্ববরণ্য এসব নেতা অবৈধ অর্থের মোহে আবারো যে নৌকার সঙ্গে বেঈমানী করবে না তার নিশ্চয়তা কি-?।
এবিষয়ে তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না বলেন, তারা মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার সৈনিক তাদের ভাবনায় নৌকার বিজয় ব্যতিত বিকল্প কিছু নাই। তিনি বলেন, যারা নৌকা প্রতিকের সঙ্গে বেঈমানী করতে পারে তারা আওয়ামী লীগের লোক হতে পারে না, এবার তানোর পৌরসভায় নৌকার বিজয়ে তিনি শতভাগ আশাবাদী।
No comments