সারাদেশে শীতার্তদের জন্য নতুন করে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া আছে'||rajshahirdorpon24
সারাদেশে শীতার্তদের জন্য নতুন করে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া আছে' |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সারা দেশে শীতার্তদের জন্য নতুন করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ দেওয়া আছে। যেকোন জরুরী অবস্থা মোকাবেলার জন্য সেই অর্থ ব্যয় করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সোমবার (১ ফ্রেব্রুয়ারি) সকালে সাভারের তালবাগ এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দেশে জরুরী শীতবস্ত্র প্রয়োজন হলে সেই অর্থ থেকে মেটানো হবে জানিয়ে তিনি আরও বলেন শীতে দেশের কোন মানুষ কষ্টে থাকবে না বলেও বলেন তিনি।
মতবিনিময় সভায় এসময় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফিরোজ উল হাসানসহ আরো অনেকে।
No comments