বাঘায় মাটি কাটার সময় পাওয়া গেছে হিন্দু দেবতা গণেশের মূর্তি !||rajshahirdorpon24
বাঘা(রাজশাহী)প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় ড্রেন নির্মাণের মাটি কাটার কাজ করার সময় হিন্দু সম্প্রদায়ের দেবতা গণেশের মূর্তি পাওয়া গেছে। বুধবার(১৭-ফেব্রæয়ারী)সকালে উপজেলার বানিয়া পাড়া এলাকায় দু’জন শ্রমিক মাটি কাটার সময় এই মূর্তিটি পান।
সেটি মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজার নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় তাঁর কার্যালয়ে উপস্থিত ছিলেন বাঘা মাজারের মোতওয়াল্লী খন্দকার মনসুরুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মহর্তাগণ ।
নির্বাহী অফিসার শাহিন রেজা জানান, পিতলের তৈরী মূতিটি প্রায় ১ কেজি ওজনের। সেটি প্রাচীণ আমলের বলে ধারনা করা গেছে। এই মূর্তিটি সরকারি কোষাগার তথা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেবেন বলে জানান।
No comments