Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় মাটি কাটার সময় পাওয়া গেছে হিন্দু দেবতা গণেশের মূর্তি !||rajshahirdorpon24

     


    বাঘা(রাজশাহী)প্রতিনিধি :

    রাজশাহীর বাঘায় ড্রেন নির্মাণের মাটি কাটার কাজ করার সময় হিন্দু সম্প্রদায়ের দেবতা গণেশের মূর্তি পাওয়া গেছে। বুধবার(১৭-ফেব্রæয়ারী)সকালে উপজেলার বানিয়া পাড়া এলাকায় দু’জন শ্রমিক মাটি কাটার সময় এই মূর্তিটি পান। 


    সেটি মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজার নিকট হস্তান্তর করা হয়েছে। এ সময় তাঁর কার্যালয়ে উপস্থিত ছিলেন বাঘা মাজারের মোতওয়াল্লী খন্দকার মনসুরুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মহর্তাগণ । 


    নির্বাহী অফিসার শাহিন রেজা জানান, পিতলের তৈরী  মূতিটি প্রায় ১ কেজি ওজনের। সেটি প্রাচীণ আমলের বলে ধারনা করা গেছে। এই মূর্তিটি সরকারি কোষাগার তথা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেবেন বলে জানান। 


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728