আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় দুই শ্রমিক নেতা গুরুতর আহত!||rajshahirdorpon24
আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় দুই শ্রমিক নেতা গুরুতর আহত! |
মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় সন্ত্রাসী হামলায় দুই শ্রমিক নেতা গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে আশুলিয়ার ইউনিক এলাকার আমেনা ম্যানশনে অবস্থিত জে এস এন্ড নীটওয়ার লিমিটেড কারখানায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, ইউনিক এলাকার জে এস এন্ড নীটওয়ার লিমিটেড কারখানা কর্তৃপক্ষ গত কয়েকদিন আগে চার শ্রমিককে ছাঁটাই করে। পরে গতকাল রাতে ছাঁটাইকৃত শ্রমিকরা বেতনের জন্য কারখানায় গেলে কারখানার মালিক আজকে বেতন দেয়ার কথা বললে কারখানার ভিতরে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে সেখানে আগে থেকে অবস্থানকৃত আশুলিয়া ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কাস আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জুলহাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মামুনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
এসময় অল্পের জন্য কারখানাটির মালিক মনিরসহ অনেকেই রক্ষা পান। পরে খবর পেয়ে আহত শ্রমিক নেতাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments