তানোরে বিদ্রোহী প্রার্থীকে গণসংবর্ধনা মিশ্রপ্রতিক্রিয়া! ||rajshahirdorpon24
তানোরে বিদ্রোহী প্রার্থীকে গণসংবর্ধনা মিশ্রপ্রতিক্রিয়া! |
তানোর(রাজশাহী)প্রতিনিধি
রাজশাহীর তানোরে আওয়ামী লীগের কেন্দ্রের নির্দেশ লঙ্ঘন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন মুন্ডুমালা পৌর নির্বাচনে মেয়র পদে বিজয়ী বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমানকে গণসংবর্ধনা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।এদিকে এখবর ছড়িয়ে পড়লে তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে চরম অসন্তোসের সৃস্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়, দেখা দিয়েছে মিশ্রপ্রতিক্রিয়া।
সুত্র জানায়, কেন্দ্র থেকে বার বার শতর্ক বার্তা দেয়া হচ্ছে তৃণমুলে যারা দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি বৃর্ধাঙ্গুলী প্রদর্শন করে বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকা ডুবিয়ে দলের ভাবমুর্তিক্ষুন্ন ও কোন্দ্বল সৃস্টি করেছে তাদের দলে ফিরে আশার কোনো সুযোগ নাই তাদের লালকার্ড দেখানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। এমনকি দেশের কোথাও বিদ্রোহী প্রার্থীকে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা বা সংবর্ধনার খবর পাওয়া যায়নি ব্যতিক্রম তানোর !
জানা গেছে, ২০ ফেব্রুয়ারী শনিবার পাঁচন্দর ইউপির দুবইল স্কুল মাঠে এলাকাবাসীর ব্যানারে তানোর ও মুন্ডুমালা পৌরসভার নবনির্বাচিত মেয়রদের গণসংবর্ধনা আয়োজন করা হয়। তানোর পৌরসভায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইমরুল হক ও মুন্ডুমালা পৌরসভায় বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান বিজয়ী হয়।
এদিকে সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে তাদের গণসংবর্ধনা দেয়া হয়। এর আগেও তারা সাইদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে পড়েন। এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী বলেন,যারা বিদ্রোহী প্রার্থীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছেন তারা নৈতিকভাবে আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে পারেন না। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দৃস্টি আকর্ষণ করেছেন।
No comments