Header Ads

  • সর্বশেষ খবর

    সাভার ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের ১৫ লক্ষাধিক টাকার কাজ সম্পন্ন||rajshahirdorpon24

     

    সাভার ইউনিয়নে ইজিপিপি প্রকল্পের ১৫ লক্ষাধিক টাকার কাজ সম্পন্ন

    মোঃ শান্ত খান সাভার প্রতিনিধি:

    ঢাকার সাভার উপজেলার সাভার ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের ১৫ লক্ষ ৭৬ হাজার টাকার রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সরেজমিন ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা যাচাই করা হয়।


    এর আগে, সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ একরামুল হক এর নিকট থেকে তথ্য অধিকার আইনে এব্যাপারে তথ্য সংগ্রহ করা হয়।


    সাভার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আবুল হোসেনের সার্বিক তত্বাবধানে উত্তর কলমা মোঃ আওলাত হোসেন এর বাড়ী হতে মোছাঃ তসিরন এর জমি পর্যন্ত, উত্তর কলমা মোঃ সাদেক আলীর বাড়ী হতে মোছাঃ রোকেয়া বেগমের বাড়ী পর্যন্ত এবং উত্তর কলমা মোঃ এরশাদের বাড়ী হতে মোঃ আবুল হোসেনের বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ সম্পন্ন হয়। দৈনিক ২০০ টাকা মজুরিতে মোট ৯৭ জন শ্রমিক মোট ৪০ দিনে প্রকল্পের কাজ সম্পন্ন হয়। মোট ব্যয় হয় ৭,৭৬,০০০ টাকা।


    একই ইউপি সদস্যের তত্বাবধানে উত্তর কলমা মোঃ আমিরুল এর জমি হতে মোঃ আব্দুল রহিম এর জমি পর্যন্ত ভায়া মিনুর বাড়ী পর্যন্ত এবং উত্তর কলমা মোছাঃ তানিয়ার বাড়ী হতে মোঃ হালিমের বাড়ী পর্যন্ত রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজ শেষ করা হয়। এখানে মোট ১০০ জন শ্রমিক৷ দৈনিক ২০০ টাকা মজুরিতে ৪০ দিনে প্রকল্পের কাজ সম্পন্ন হয়। এই প্রকল্পে মোট খরচ হয়েছে ৮ লক্ষ টাকা।


    এব্যাপারে সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ একরামুল হক জানান, ২০২০-২০২১ অর্থবছরে সাভার ইউনিয়ন পরিষদে ইজিপিপি প্রকল্পের আওতায় মোট ১৫ লক্ষ ৭৬ হাজার টাকার রাস্তার উন্নয়ন কাজ সরকারি বিধি মেনে সম্পন্ন হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728